পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Half day Holiday On Monday : সাধন পান্ডের প্রয়াণে সোমবার অর্ধদিবস ছুটি ঘোষণা নবান্নের - সাধন পান্ডের মৃত্যুতে রাজ্যে অর্ধদিবস ছুটি

সাধন পান্ডের মৃত্যুতে আগামিকাল অর্ধদিবস ছুটি ঘোষণা নবান্নের (Government Announces Half day Holiday On Monday)।

Government Announces Half Holiday On Monday
সাধন পাণ্ডের প্রয়াণে আগামীকাল অর্ধদিবস ছুটি ঘোষণা

By

Published : Feb 20, 2022, 9:08 PM IST

Updated : Feb 20, 2022, 10:50 PM IST

কলকাতা, 20 ফেব্রুয়ারি : সাধন পান্ডের প্রয়াণে আগামিকাল, অর্থাৎ সোমবার রাজ্যে অর্ধদিবস ছুটি ঘোষণা করল নবান্ন । রবিবার সকালে প্রয়াত হয়েছেন রাজ্যের মন্ত্রী সাধন পান্ডে । তারপরই সোমবার অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে ৷ মন্ত্রীকে শ্রদ্ধা জানাতে সোমবার রাজ্যের সব সরকারি দফতর, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কলকাতা পৌরসভা, পঞ্চায়েত কার্যালয় অর্ধদিবস বন্ধ থাকবে । সোমবার দুপুর 2টোর পর সেখানে আর কাজ হবে না । জানানো হয়েছে নবান্ন সূত্রে ।

রবিবার সকালে মুম্বইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সাধন পান্ডের ৷ বয়স হয়েছিল 71 বছর ৷ ফুসফুসের সংক্রমণের চিকিৎসা চলছিল ৷ তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ টুইটারে এই বর্ষীয়ান নেতার সঙ্গে তাঁর সম্পর্ক কতটা দুর্দান্ত ছিল তা জানান মুখ্যমন্ত্রী ৷ শোকপ্রকাশ করেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও ৷ রাজনীতির বাইরেও প্রয়াত মন্ত্রীর সঙ্গে তাঁর চমৎকার সম্পর্কের উল্লেখ করেন রাজ্যপাল ৷ দু'জনের মধ্যে ছিল ব্যক্তিগত সখ্যতাও ৷

আরও পড়ুন :Sadhan Pande-Subrata Mukherjee : অস্তাচলে সুব্রত-সাধন, মাস কয়েকের ব্যবধানে দুই স্থপতিকে হারাল তৃণমূল

গত বছরের 15 জুলাই বাড়িতে থাকা অবস্থাতেই আচমকা অসুস্থ বোধ করেন সাধন পান্ডে । বাইপাস লাগোয়া একটি হাসপাতালে নিয়ে গেলে জানা যায়, সেরিব্রাল অ্যাটাক হয়েছে তাঁর । বেশ কিছুদিন ভেন্টিলেশনেও ছিলেন রাজ্যের মন্ত্রী । অবস্থার সামান্য উন্নতি হওয়ায় গত 7 সেপ্টেম্বর মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে । দীর্ঘদিন ধরে সেখানেই ভর্তি ছিলেন । দু'দিন আগে শারীরিক অবস্থার অবনতি হয়েছিল ।

রবিবারই তাঁর মরদেহ আনা হচ্ছে কলকাতায় । পিস ওয়ার্ল্ডে রাখা থাকবে নিথর দেহ । সোমবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা । তৃণমূল সূত্রে খবর, দুপুর 12টায় শেষবারের জন্য সাধন পান্ডের দেহ রাজ্য বিধানসভায় নিয়ে আসা হবে । সেখানে বিধানসভার সদস্যরা তাকে শেষ শ্রদ্ধা জানাবেন । এরপর তাঁর নিথর দেহ তাঁর উত্তর কলকাতায় বাড়িতে নিয়ে যাওয়া হবে । এরপর নিমতলা ঘাটে শেষকৃত্য সম্পন্ন হবে ৷

Last Updated : Feb 20, 2022, 10:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details