কলকাতা, 20 ফেব্রুয়ারি : সাধন পান্ডের প্রয়াণে আগামিকাল, অর্থাৎ সোমবার রাজ্যে অর্ধদিবস ছুটি ঘোষণা করল নবান্ন । রবিবার সকালে প্রয়াত হয়েছেন রাজ্যের মন্ত্রী সাধন পান্ডে । তারপরই সোমবার অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে ৷ মন্ত্রীকে শ্রদ্ধা জানাতে সোমবার রাজ্যের সব সরকারি দফতর, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কলকাতা পৌরসভা, পঞ্চায়েত কার্যালয় অর্ধদিবস বন্ধ থাকবে । সোমবার দুপুর 2টোর পর সেখানে আর কাজ হবে না । জানানো হয়েছে নবান্ন সূত্রে ।
রবিবার সকালে মুম্বইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সাধন পান্ডের ৷ বয়স হয়েছিল 71 বছর ৷ ফুসফুসের সংক্রমণের চিকিৎসা চলছিল ৷ তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ টুইটারে এই বর্ষীয়ান নেতার সঙ্গে তাঁর সম্পর্ক কতটা দুর্দান্ত ছিল তা জানান মুখ্যমন্ত্রী ৷ শোকপ্রকাশ করেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও ৷ রাজনীতির বাইরেও প্রয়াত মন্ত্রীর সঙ্গে তাঁর চমৎকার সম্পর্কের উল্লেখ করেন রাজ্যপাল ৷ দু'জনের মধ্যে ছিল ব্যক্তিগত সখ্যতাও ৷