কলকাতা, 3 অগস্ট:আশংকা কেটে গিয়ে বর্তমানে শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর। তাঁর আচ্ছন্নভাব কেটে এখন তিনি সম্পূর্ণ সচেতন। তাঁর শারীরিক পরিস্থিতি আগের থেকে ভালো হওয়ায় স্বস্তি পেয়েছেন চিকিৎসকরাও। আজ, বৃহস্পতিবার তাঁর ফের পেট ও বুকে ইউএসজি করা হবে। ফুসফুসকে কোনও জল জমে আছে কি না তা জানতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। সকালে তাঁর রক্ত পরীক্ষার রিপোর্টও ইতিবাচক। এছাড়াও আজ তাঁকে আল্ট্রা সাউন্ড করা হবে ৷
চিকিৎসকরা জানিয়েছেন,
উনি কাশতে পারছেন, গুছিয়ে কথা বলতে পারছেন। ওঁর যে সংক্রমণ রয়েছে সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের প্রোটোকল অনুযায়ী ওনাকে 7-10 দিন ইন্ট্রাভেনাস এন্টিবায়োটিক্স দেওয়া প্রয়োজন। এক্ষেত্রে চার দিন মতো ইন্ট্রাভেনাস অ্যান্টিবাযোটিক্স দেওয়া হয়েছে। তাই এবার ব্লাড টেস্টের রিপোর্ট এবং চিকিৎসার ফলে উনি কেমন থাকছেন সেই সমস্ত কিছুর ভিত্তিতে কতদিন আরও অ্যান্টিবায়োটিক চলবে সেই সিদ্ধান্ত নেওয়া হবে। তাঁর গতকাল কিছু টেস্ট হয়েছে ৷"
হাসপাতাল সূত্রে খবর, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুধবার আম খাওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন। কিন্তু সেটা করতে গেলে অনেকদিকে নজরে রাখা দরকার। যাতে খাবার খাদ্যনালীর বদলে শ্বাসনালীতে না-যায়। তাই স্পিচ থ্যারাপিস্টের সাহায্যে এই বিষয়টির দিকে নজর রাখা হচ্ছে। তবে গত তিনদিন ধরে যেহেতু হিমোগ্লোবিন একই জায়গায় রয়েছে তাই আপাতত ওনাকে রক্ত দেওয়ার ভাবনাচিন্তা করা হচ্ছে না। ভবিষ্যতে প্রয়োজন পড়লে দেওয়া যেতে পারে। বর্তমানে তিনি বাইপ্যাপ সাপোর্টেই রয়েছে। চার ঘণ্টা বাইপ্যাপে রেখে এক ঘণ্টা তাঁকে বাইপাপ ছাড়া রাখা হচ্ছে। এর ফলে শরীরে কোনও সমস্যা হচ্ছে কিনা তাও জেনে নিতে পারবেন চিকিৎসকরা ।
আরও পড়ুন:'উনি লড়াইয়ের লোক', পুরনো বন্ধু বুদ্ধকে দেখতে হাসপাতালে অসীম দাশগুপ্ত
চিকিৎসকরা আরও জানিয়েছেন, বুদ্ধদেব ভট্টাচার্যের রক্তের সমস্ত প্যারামিটারই বর্তমানে সন্তোষজনক। রক্তচাপ নিয়ন্ত্রণে আছে। রক্তে কমেছে ক্রিয়েটিনের মাত্রাও। সংক্রমণ আগের থেকে অনেক কমেছে বলে খবর। সুস্থ হতেই বাড়ি যাওয়ার 'আবদার'ও জানিয়েছেন বুদ্ধবাবু ৷ যদিও তাঁর এই 'আবদারে' তেমন সাড়া দিতে নারাজ চিকিৎসকদল। তাঁদের মতে, 79 বছরের কমরেডকে এখনও পর্যবেক্ষণে রাখা প্রয়োজন ৷ ভেন্টিলেশন থেকে বাইরে বার হওয়ার পর থেকে বাড়ি যাওয়ার জন্য অস্থির হলেও, বুদ্ধদেব বাবুর ডিসচার্জের তারিখ নিয়ে এখনও কোনও তথ্য মেলেনি।
আরও পড়ুন:আম খেতে চাইলেন বুদ্ধদেব, তবে আপাতত কয়েকদিন হাসপাতালেই প্রাক্তন মুখ্যমন্ত্রী