পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

School Reopening : প্রথম দিনে পড়ুয়াদের উপস্থিতির হার সন্তোষজনক, জানালেন শিক্ষামন্ত্রী

আপাতত স্কুল খুলেছে রাজ্যজুড়ে ৷ তাও সব শ্রেণির পড়ুয়ারা আসতে পারছে না স্কুলে ৷ গতকাল স্কুলে বহু পড়ুয়া এলেও, অনেকে আসেনি ৷ প্রথম দিনের শেষে সব মিলিয়ে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে অনেক ছাত্রছাত্রীই হাজির হয়েছিলেন ৷

উদ্বোধনী অনুষ্ঠানে ব্রাত্য বসু
উদ্বোধনী অনুষ্ঠানে ব্রাত্য বসু

By

Published : Nov 17, 2021, 10:25 AM IST

কলকাতা, 17 নভেম্বর : "প্রথম দিনে সাফল্যের কথা বলা যাবে না, তবে সন্তোষজনক," রাজ্যজুড়ে স্কুল খোলা প্রসঙ্গে এই কথা বললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) ৷ গতকাল রাজ্যে ফের খুলেছে স্কুল-কলেজের দরজা । বিকাশ ভবনে 'স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ'-এর (Swami Vivekananda Merit cum Means Scholarship) উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জানালেন, স্কুল খোলার পর দিনের শুরুতেই 25টি জেলা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই পদক্ষেপ অনেকটা আশাপ্রদ ।

এর আগে নবান্নে একটি সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছিলেন, নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মেধাবী পড়ুয়াদের কথা মাথায় রেখে এবছর থেকে আবেদনের নম্বরের হার কমিয়ে 60 শতাংশ করা হচ্ছে । অর্থাৎ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে 60 শতাংশ নম্বর পেলেই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে পড়ুয়ারা ।

আরও পড়ুন : School Reopening : পড়ুয়াদের জন্য ভ্যাকসিনের আবেদন শিক্ষিকা-ছাত্রীদের

কোভিডকালে দীর্ঘদিন পর স্কুল খোলা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, "প্রথম দিনের শেষে 25টি জেলা থেকে রিপোর্ট নেওয়া হবে । এরপর আগামী বেশ কিছুদিনের রিপোর্ট পাঠানো হবে মুখমন্ত্রীর দফতরে ।রিপোর্ট খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে কবে থেকে ও কী উপায় পাকাপাকি ভাবে চালু হবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি ।" তিনি জানিয়েছেন, দিনের শেষে সরকারি পরিসংখ্যান অনুযায়ী স্কুলে পড়ুয়াদের উপস্থিতির হার ছিল 72 শতাংশ, কলেজে সেই হার 78 শতাংশ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে 85 শতাংশ ।

তবে অনেক ছাত্রছাত্রী ও তাদের পরিবার কোনও রকম ঝুঁকি নিতে চায়নি, তাই এদিন অনেকেই স্কুলে আসেননি ৷ তবে স্কুলে আগের মতোই অফলাইন ও অনলাইনে ক্লাস চলবে বলে জানা গিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details