কলকাতা, 26 এপ্রিল: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অস্বস্তিতে শাসক দল ৷ পঞ্চায়েত নির্বাচনের আগে আর নতুন কোনও বিতর্ক চাইছে না তৃণমূল কংগ্রেস ৷ কলেজে ভরতি হওয়া নিয়েও দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের ৷ তাই এ বছর থেকে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে কলেজে ভরতির প্রক্রিয়া শুরু হবে বলে জানা গিয়েছে ৷ সাম্প্রতিক অতীতে শিক্ষা দফতরের পক্ষ থেকে বারবার ছাত্র ভরতির ব্যাপারে কেন্দ্রীয় পোর্টালের উপর ভরসা রাখার কথা বলা হলেও বাস্তবে এখনও পর্যন্ত তা হয়ে ওঠেনি ৷
কলেজে পড়ুয়া ভরতির প্রক্রিয়াকে দুর্নীতিমুক্ত স্বচ্ছ করতে এবার অনলাইনে ভরসা রাখছে রাজ্য সরকার । শিক্ষা দফতরের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে 2023-24 শিক্ষাবর্ষে সব কলেজে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ভরতি হতে পারবেন পড়ুয়ারা । উচ্চ মাধ্যমিক পাশ করার পর ছাত্র-ছাত্রীদের কলেজে ভরতির জন্য এত বছর আলাদা আলাদা করে আবেদন করতে হত ৷ এর ফলে এক পড়ুয়া অনেক কলেজে ভরতি হতে পারতেন ৷ অন্যদিকে, ফাঁকা থেকে যেত কোনও কোনও কলেজের অনেক আসন ৷ ফলে বিভিন্ন কলেজে একাধিক বার কাউন্সেলিং হত ৷
এই সুযোগকে কাজে লাগিয়ে ছাত্র ইউনিয়নগুলি তাদের ইচ্ছা মতো ছাত্র-ছাত্রীদের কাছ থেকে টাকা চাইত বলে অভিযোগ ৷ এই সমস্যার সমাধানে এবং শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় ছাত্র ভরতি শুরু করতে একটি পোর্টালে সিঙ্গল উইন্ডো সিস্টেমের মধ্য দিয়েই পড়ুয়ারা ভরতি হবে ৷ প্রতি বছর উচ্চমাধ্যমিক পাশ করা ছাত্র-ছাত্রীরা সরাসরি এই কেন্দ্রীয় পোর্টালে ভরতির জন্য আবেদন করতে পারবেন ৷ ইতিমধ্যে রাজ্য মন্ত্রিসভা এই কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে নিয়োগের বিষয়ে ছাড়পত্র দিয়েছে ৷ আর তারপরই রাজ্যের শিক্ষা দফতর এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ৷