পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

WBCHSE : রেজাল্ট বিতর্কের জেরে অপসারিত উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) সভাপতি পদ থেকে অপসারিত হলেন মহুয়া দাস ৷ তাঁর জায়গায় নতুন সভাপতি হচ্ছেন চিরঞ্জীব ভট্টাচার্য ৷

Wbhsc
অপসারিত উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস

By

Published : Aug 13, 2021, 2:04 PM IST

Updated : Aug 13, 2021, 2:41 PM IST

কলকাতা, 13 অগস্ট: উচ্চমাধ্যমিক রেজাল্ট বিতর্কের জেরে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) সভাপতি পদ থেকে মহুয়া দাসকে (Mahua Das) অপসারিত করা হল ৷ তাঁর জায়গায় নতুন সভাপতি হচ্ছেন চিরঞ্জীব ভট্টাচার্য ৷ মাধ্যমিকে 100 শতাংশ পাশ করলেও উচ্চমাধ্যমিকে কিন্তু সব পড়ুয়া পাশ করেনি ৷ অকৃতকার্য পড়ুয়ারা রাজ্যজুড়ে বিক্ষোভে নামে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করতে বলেন সংসদকে ৷ এরপরেই উচ্চমাধ্যমিকে (Higher Secondary) সব পড়ুয়াকে পাশ করানো হয় ৷ সেই বিতর্কের জেরেই মহুয়া দাসকে অপসারিত করা হল বল মনে করা হচ্ছে ৷

উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের (HS Result) পরের দিন থেকেই বিতর্কে জড়িয়ে পড়েন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি মহুয়া দাস । তারপর ফলাফল প্রকাশ নিয়ে জটিলতার সৃষ্টি হয় ৷ ফলে বিতর্ক আরও বেড়ে যায় । প্রথমে বিতর্কের সৃষ্টি হয় যখন তিনি উচ্চমাধ্যমিকে প্রথম স্থানাধিকারী ছাত্রীর নাম না করে তার ধর্মকে প্রাধান্য দেন । এরপর সবাইকে পাশ না করানোয় সংসদের সামনে বিক্ষোভ দেখায় অকৃতকার্য পড়ুয়ারা। তাঁর গাড়ি সংসদে ঢুকতে বাধা দেওয়া হয় ।

অপসারিত উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস

আরও পড়ুন: টানা বৃষ্টির জেরে দক্ষিণেশ্বর ও নোয়াপাড়া মেট্রো লাইনে ধস

প্রায় 20 হাজার ছাত্রছাত্রী অকৃতকার্য হয় উচ্চমাধ্যমিক পরীক্ষায় । বিক্ষোভ শুরু হয় জেলাজুড়ে ৷ বিক্ষোভের পাশাপাশি ভাঙচুর করা হয় জেলার স্কুলগুলিতেও ৷ এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে অভিযোগপত্র জমা নিয়ে সেগুলিকে রিভিউয়ের মাধ্যমে 100% ছাত্রছাত্রীকেই পাশ করিয়ে দেওয়া হয় । আগামী সোমবার থেকে উচ্চমাধ্যমিক সংসদের নয়া সভাপতি হিসেবে দায়িত্বভার নেবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য ।

Last Updated : Aug 13, 2021, 2:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details