কলকাতা, 4 ফেব্রুয়ারি : নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গতকালই প্রশাসনিক বৈঠক সারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জেলায় জেলায় বিভিন্ন প্রকল্পের কাজ যাতে দ্রুত সম্পন্ন করা হয়, তা দেখার নির্দেশ দিয়েছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে ৷ এই বিষয়ে জেলাশাসকদের সঙ্গে আজ নবান্ন থেকে ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠক সারলেন মুখ্যসচিব ৷ জেলাশাসকদের বিভিন্ন প্রকল্পের কাজ সম্পন্ন করার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি (CS-DM Meeting ) ৷
পুরাতন বছর গড়িয়ে নতুন বছরের একমাস অতিক্রান্ত ৷ অথচ বহু প্রকল্পের অর্থ এখনও খরচ করা সম্ভব হয়নি । পড়ে থাকা প্রকল্পের কাজগুলি মার্চ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব ৷ এর পাশাপাশি তিনি জেলাশাসকদের সাফ জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারলে প্রস্তাবিত অর্থ ফিরিয়ে নেবে নবান্ন ।
গ্রামাঞ্চলে উন্নয়নের গতি দ্রুত করার দিকে জোর দিয়েছেন মুখ্যসচিব । এক্ষেত্রে বাংলা আবাস যোজনার অধীনে তফশিলি জাতি ও উপজাতিদের জন্য আরও বেশি সংখ্যায় বাড়ি তৈরি করে দেওয়ার কথা বলেছেন তিনি ৷ গতকাল মুখ্যমন্ত্রী এই বিষয়টির উপর আলোকপাত করেন । তিনি সংশ্লিষ্ট দফতরের সচিবকে বিষয়টি দেখার জন্য বলেন । মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ সচিবদের পাশাপাশি জেলাশাসক স্তরেও পৌঁছে দিলেন হরিকৃষ্ণ দ্বিবেদী । যেখানে আশাকর্মীদের নিয়োগ বাকি রয়েছে, তা দ্রুতগতিতে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন ৷ অনেক সময় লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদন করার পরও আবেদনকারীরা টাকা পাচ্ছেন না ৷ এই সমস্যার দ্রুত সমাধানের বিষয়ে নজর দিতে বলেছে নবান্ন ।