কলকাতা, 24 জুলাই: চাকরি প্রার্থীদের জন্য সুখবর । রাজ্যে আবার চাকরির সুযোগ । সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে কলকাতা পুলিশে আড়াই হাজার কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত অনুমোদন পেয়েছে । খুব শীঘ্রই এই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে বলে খবর । নিয়োগের দায়িত্বে পুলিশ বোর্ড ৷ এদিন মন্ত্রিসভার বৈঠকের পর অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য নবান্নে বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভা কলকাতা পুলিশে 2500 কনস্টেবল নিয়োগের অনুমোদন দিয়েছে । প্রয়োজনীয় নিয়ম অনুসরণ করে পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ বোর্ডের মাধ্যমে নিয়োগ করা হবে ।"
কলকাতা পুলিশ ছাড়াও প্রশাসনিক স্তরে নতুন নিয়োগের সিদ্ধান্তও নেওয়া হয়েছে এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে৷ পার্সোনেল ও প্রশাসনিক সংস্কার বিভাগের অধীনে 440 জন লোয়ার ডিভিশন ক্লার্কের নিয়োগে অনুমোদন মিলেছে । এছাড়াও জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে চুক্তি ভিত্তিতে 5 হাজার 468 জন স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হবে । মালদায় দমকল বিভাগে নতুন করে প্রায় 200 জনকে নিয়োগের অনুমোদন মিলেছে ।