পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

WB Cabinet Meeting: কলকাতা পুলিশ-সহ একাধিক বিভাগে নিয়োগ, অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা - WB Police Recruitment

Kolkata Police Recruitment: কলকাতা পুলিশের প্রায় আড়াই হাজার কনস্টেবল পদে নিয়োগের অনুমতি দিল রাজ্য মন্ত্রিসভা ৷ সোমবার, একাধিক বিভাগে নিয়োগের অনুমোদন মিলেছে বৈঠকে ৷

ETV Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Jul 24, 2023, 10:52 PM IST

কলকাতা, 24 জুলাই: চাকরি প্রার্থীদের জন্য সুখবর । রাজ্যে আবার চাকরির সুযোগ । সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে কলকাতা পুলিশে আড়াই হাজার কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত অনুমোদন পেয়েছে । খুব শীঘ্রই এই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে বলে খবর । নিয়োগের দায়িত্বে পুলিশ বোর্ড ৷ এদিন মন্ত্রিসভার বৈঠকের পর অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য নবান্নে বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভা কলকাতা পুলিশে 2500 কনস্টেবল নিয়োগের অনুমোদন দিয়েছে । প্রয়োজনীয় নিয়ম অনুসরণ করে পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ বোর্ডের মাধ্যমে নিয়োগ করা হবে ।"

কলকাতা পুলিশ ছাড়াও প্রশাসনিক স্তরে নতুন নিয়োগের সিদ্ধান্তও নেওয়া হয়েছে এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে৷ পার্সোনেল ও প্রশাসনিক সংস্কার বিভাগের অধীনে 440 জন লোয়ার ডিভিশন ক্লার্কের নিয়োগে অনুমোদন মিলেছে । এছাড়াও জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে চুক্তি ভিত্তিতে 5 হাজার 468 জন স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হবে । মালদায় দমকল বিভাগে নতুন করে প্রায় 200 জনকে নিয়োগের অনুমোদন মিলেছে ।

এছাড়াও, বীরভূমের দেউচা পাচামি কয়লা ব্লক প্রকল্পে ইচ্ছুক জমিদাতাদের জুনিয়র কনস্টেবল হিসাবে নিয়োগের জন্য যোগ্যতার ক্ষেত্রে কিছুটা শিথিলকরণের অনুমতি দেওয়া হবে বলেও এদিন মন্ত্রিসভায় আলোচনা হয় । দেউচা পাচামি প্রকল্পে জমিদাতাদের প্রতিটি পরিবারের একজনকে জুনিয়র পুলিশ কনস্টেবল হিসাবে চাকরি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে । যাঁদের উচ্চতর যোগ্যতা রয়েছে তাদের পুলিশে উচ্চতর গ্রেডে পোস্টিং বা গ্রুপ সি ক্যাটাগরির অন্যান্য বিভাগে সমমানের পোস্টিং দেওয়া হচ্ছে ।

আরও পড়ুন: কোন অ্যাপ থেকে বুক করবেন 'স্মার্ট' হলুদ ট্যাক্সি, জেনে নিন

সাংবাদিকদের জন্য বিশেষ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার । রাজ্যের বিভিন্ন জেলায় সাংবাদিকদের জন্য আবাসন প্রকল্পে 1 টাকা সালামি এবং 1 টাকা বার্ষিক ভাড়া দিয়ে 99 বছরের জন্য লিজে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। লেখকদের জন্য 10 কাঠা জমি দেওয়া হবে । কলকাতার সাংবাদিকদের জন্যও একই সুযোগ থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ।

ABOUT THE AUTHOR

...view details