কলকাতা, 7 নভেম্বর: আগে পাশে দাঁড়িয়ে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তারপর পাশে দাঁড়িয়ে ছিলেন দলের সহকর্মীরা । এবার রাজ্যে রেশন দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে দাঁড়ালেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ৷ মঙ্গলবার জ্যোতিপ্রিয় প্রসঙ্গে স্পিকার বলেন, "খোলামেলা মনের মানুষ তিনি । তার বিরুদ্ধে ওঠা অভিযোগ মেনে নিতে কষ্ট হচ্ছে ।"
রেশনবন্টন দুর্নীতি মামলায় গত মাসেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ তাঁর গ্রেফতারিকে কেন্দ্র করে বর্তমানে উত্তাল রাজ্য রাজনীতি । বর্তমানে ইডি হেফাজতেই রয়েছেন জ্যোতিপ্রিয় । মঙ্গলবার রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে দাঁড়ালেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় । এদিন বিধানসভায় অধ্যক্ষকে জ্যোতিপ্রিয় মল্লিক নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "জোতিপ্রিয় মল্লিক সম্পর্কে আমি যতদূর জানি, বিধানসভাতে আসতেন মাঝেমধ্যে এবং সবার সঙ্গে খোলামেলা আলোচনা করতেন । ওর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আমার । তদন্ত করার অধিকার রয়েছে, তদন্ত করতেই পারেন । জ্যোতিপ্রিয় মল্লিক নিজে দাবি করেছেন তিনি নির্দোষ, বার বার সে কথাই বলে আসছেন । আমার মনে হয়, জোতিপ্রিয় মল্লিক বারবার যে কথা বলছেন তার মধ্যে একটা সারবত্তা আছে । এত জোর দিয়ে তিনি কথাগুলি বলছেন দেখা যাক আগামিদিনে কী হয় । আমার মনে হয় না তিনি এই দুর্নীতিতে যুক্ত ৷ যুক্ত থাকলে তার তদন্ত হবে ৷"