কলকাতা, 3 ফেব্রুয়ারি:বিধানসভার বর্ধিত বাজেট অধিবেশনে (Extended Budget Session) অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের (Speaker Biman Banerjee) বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আসছে বিরোধীরা । অন্যদিকে শুক্রবার রাজ্যের শাসক দলের তরফ থেকে বিমান বন্দ্যোপাধ্যায়ের প্রতি পালটা আস্থা দেখিয়ে প্রস্তাব জমা দেওয়া হল (No-confidence motion against Speaker)। অতএব একদিকে বিজেপি যখন দেখাতে চাইছে বিধানসভার অধ্যক্ষের প্রতি তাদের কোনও আস্থা নেই, ঠিক তখনই তৃণমূল কংগ্রেস প্রস্তাব এনে পালটা দেখাতে চাইছে যে তাদের পূর্ণ আস্থা রয়েছে স্পিকারের উপর ।
আগামী সোমবার থেকে রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) বর্ধিত বাজেট অধিবেশন রয়েছে । সেই দিনই বিজেপির আনা অনাস্থা প্রস্তাবের বিষয়টি উত্থাপিত হবে রাজ্য বিধানসভায় । একই দিনে এ রাজ্যের শাসকদলের তরফ থেকে পালটা যে আস্থা প্রস্তাবনা হয়েছে সেটিও যাতে ওঠে সেই দাবি জানানো হয়েছে অধ্যক্ষের কাছে । শাসক দলের তরফ থেকে আনা প্রস্তাবে যেমন বিমান বন্দ্যোপাধ্যায়ের প্রতি পূর্ণ আস্থা দেখানো হচ্ছে, একইভাবে রাজ্যের প্রধান বিরোধী দল যে প্রস্তাব নিয়ে এসেছে তার প্রতিও চরম অনাস্থা দেখানো হচ্ছে ।
প্রসঙ্গত অনাস্থা প্রস্তাবের বিষয়টি সোমবার বিধানসভায় উত্থাপিত হওয়ার সময় নিয়ম অনুযায়ী বিজেপির 30 জন বিধায়কের উপস্থিতি বাধ্যতামূলক । তাহলেই এই অনাস্থা প্রস্তাব গৃহীত হবে বলে জানা গিয়েছে । আর যদি সোমবার এই অনাস্থা প্রস্তাব গৃহীত হয়, তাহলে তা পরবর্তী 10 দিনের মধ্যে রাজ্য বিধানসভায় আলোচিত হবে বলে খবর ।
গত 13 ফেব্রুয়ারি বাজেট অধিবেশন চলাকালীন বিধানসভার সচিবালয়ে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এ বার সকলের চোখ ছিল বিরোধীদের আনা এই প্রস্তাব আদৌ গৃহীত হয় কি না । যতদূর জানা যাচ্ছে, 6 তারিখ অর্থাৎ সোমবার এই বিষয়টি বিধানসভায় উঠবে । আজ বিএ কমিটির বৈঠকে ঠিক হয়েছে, একই দিনে তৃণমূলের আনা প্রস্তাবটিও বিধানসভায় উত্থাপন করা হবে । ওইদিন এই প্রস্তাব গৃহীত হলেই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানা গিয়েছে ।