কলকাতা, 6 মার্চ : পারিবারিক কুৎসা ছাড়ুন ৷ বরং ব্রিগেড সমাবেশ থেকে বাংলার উন্নয়ন নিয়ে কথা বলুক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রবিবাসরীয় মোদির ব্রিগেড সভার আগে এমনটাই বললেন পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম ৷
আসন্ন নির্বাচনকে পাখির চোখ করে এগিয়ে চলেছে বিজেপি । নির্বাচনী প্রচারে রবিবার কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ব্রিগেড ময়দানে হবে প্রধানমন্ত্রীর জনসভা । নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর বিজেপির এই জনসভা নিয়ে প্রবল উত্তেজনা বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে । তার আগে পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম বললেন, "প্রধানমন্ত্রী সভায় এসে ব্যক্তিগত আক্রমণ করেন ৷ এসব না করে বাংলার উন্নয়নের কথা বললে ভালো হবে ৷"
প্রধানমন্ত্রীর বাংলায় আসা নিয়ে ফিরহাদ হাকিম বলেন, "প্রধানমন্ত্রী বা বিজেপির যেকোনও কেন্দ্রীয় নেতা বাংলায় আসতেই পারেন । মাঠ ভরাতে কলকাতার বাইরে থেকে বিজেপি বাসে করে ট্রাকে করে লোক নিয়ে আসছে । কিন্তু তাতে কোনও আপত্তি নেই । কিন্তু সমাবেশে যোগদান করে উন্নয়নের কোনও কথা বা ঘোষণা করেন না প্রধানমন্ত্রী । তিনি শুধু ধর্মের নামে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করেন ।" তাঁর অভিযোগ, "সভায় এসে ব্যক্তিগত কুৎসা করেন প্রধানমন্ত্রী ৷ সেটা ঠিক নয় । প্রধানমন্ত্রী নিজের পদের মর্যাদা ভুলে গিয়ে সাধারণ মানুষের মতো আচরণ করেন ৷ নির্বাচনী প্রচারে এসে ব্রিগেড সমাবেশে প্রধানমন্ত্রী বাংলার উন্নয়নের কথা বলবেন এমনটাই আশা করি । এর আগে দেশের কোনও প্রধানমন্ত্রী পারিবারিক কুৎসা নিয়ে কথা বলেননি ।"