পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নন্দীগ্রাম-সিঙ্গুরে সূর্যোদয়ের আশায় বামেদের তরুণ ব্রিগেড

By

Published : Mar 10, 2021, 6:06 PM IST

Updated : Mar 10, 2021, 8:25 PM IST

nandigram
nandigram

18:01 March 10

কলকাতা, 10 মার্চ : 2011-তে বামেদের পরাজয়ের অন্যতম কাণ্ডারি হয়ে উঠেছিল এই দুই কেন্দ্র ৷ তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শিল্পনীতিকে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে বাংলায় পালাবদল ঘটিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর এবার সেই নন্দীগ্রাম এবং সিঙ্গুর থেকেই তরুণ রক্তকে লড়াইয়ের ময়দানে আনল সিপিএম ৷ নন্দীগ্রাম থেকে প্রার্থী করা হল ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে ৷ আর সিঙ্গুর থেকে এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যকে মুখ করে লড়াইয়ে গেল বামেরা ৷  

এতদিন বামেদের বিরুদ্ধে অন্যতম অভিযোগ ছিল, তরুণদের সুযোগ না দেওয়ার ৷ 2021-এর নির্বাচন যখন তৃণমূল-বিজেপি-সিপিএম-কংগ্রেস প্রত্যেকটা দলের কাছে মর্যাদার লড়াই তখন সেই তরুণদের এগিয়ে আনল তারা ৷ অবশ্য তারুণ্যের পাশাপাশি বুড়ো হাড়কেও মর্যাদা দিতে ভোলেনি আলিমুদ্দিন ৷ সুন্দরবন থেকে প্রার্থী করা হয়েছে 'বহু যুদ্ধের নায়ক' কান্তি গঙ্গোপাধ্যায়কে ৷ প্রত্যাশামতোই দমদম উত্তর থেকে তন্ময় ভট্টাচার্য ৷ শিলিগুড়ি থেকে আস্থা রাখা হয়েছে সেই অশোক ভট্টাচার্যের উপর ৷ নিজের মাটিতেই সুজন ভট্টাচার্যে ভরসা রেখেছে বামেরা ৷ কসবা থেকে ফের একবার সুযোগ দেওয়া হয়েছে বামেদের অন্যতম তরুণ মুখ শতরূপ ঘোষকে ৷ দিল্লিতে মোদি বিরুদ্ধে স্লোগানকে সপ্তমে তোলা ঐশিকে প্রার্থী করা হয়েছে জামুড়িয়া থেকে ৷ রাজারহাট নিউটাউন থেকে নতুন মুখ সপ্তর্ষী দেব ৷ বালিগঞ্জ থেকে প্রার্থী করা হয়েছে বামেদের চিকিৎসক নেতা ফুয়াদ হালিমকে ৷

এবারের ভোটে প্রথম থেকেই খবরের শিরোনামে নন্দীগ্রাম ৷ যেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হয়েছেন ৷ তাঁকে চ্যালেঞ্জ জানিয়েছেন নেত্রীরই এককালের ছায়াসঙ্গী শুভেন্দু অধিকারী ৷ আর এবার এই দুই হেভিওয়েট প্রার্থীকে চ্যালেঞ্জ জানাতে আসরে বামেদের তরুণ রক্ত মীনাক্ষী ৷ সন্দেহ নেই, নন্দীগ্রামই এবারের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীকে কার্যত নির্বাচন করে দিতে চলেছে ৷  

2006-এর আগে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্লোগান ছিল 'কৃষি আমাদের ভিত্তি ৷ শিল্প আমাদের ভবিষ্যৎ' ৷ শিল্পের দরজাকে আগামী প্রজন্মের কাছে আরও করে খুলে দেওয়ার আলো দেখিয়েছিলেন তিনি ৷ কিন্তু ব্যর্থ হন ৷ সেদিন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের কাছে পিছু হটতে হয় বামেদের ৷ মানুষকে তথা তরুণ প্রজন্মকে বামেরা বোঝাতে যেমন ব্যর্থ হয় ৷ তেমনই মমতার ডাকে সাড়া দেয় তরুণ প্রজন্মরা ৷ শুরু হয় 34 বছরের বাম শাসনের অবসানের পর নতুন সরকারের পথচলা ৷ সময় যত এগিয়েছে ততই যেন জনপ্রিয়তা হারিয়েছেন বামেরা ৷ 2021-এ এসে পরিস্থিতি আরও জটিল হয়েছিল ৷ যে কংগ্রেসের বিরুদ্ধে একসময় বামেদের স্লোগান ছিল 'কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও', সেই কংগ্রেসের বিরুদ্ধে গাঁটছড়া বেঁধেছে ৷ বলা ভাল দিতে বাধ্য হয়েছে ৷ জোটে সামিল হয়েছে আব্বাস সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ৷ প্রাথমিকভাবে ঠিক হয় ভাঙড় এবং নন্দীগ্রাম এই দুই সংখ্যালঘু আসনে প্রার্থী দেবে সিদ্দিকীর দল ৷ কিন্তু নন্দীগ্রাম থেকে মমতা এবং শুভেন্দুর নাম ঘোষণার পরই দোলাচলে পড়ে যান সিদ্দিকী ৷ প্রার্থী ঘোষণা না করার কথা জানান ৷ এরপরই নন্দীগ্রাম থেকে বেশ কিছু মুখ উঠে আসে ৷ প্রাথমিকভাবে সিপিএমের প্রীতম কয়াল, ডিওয়াইএফআইয়ের পরিতোষ পণ্ডা এবং মহাদেব ভুঁইঞার নাম উঠে আসে ৷ গত লোকসভা নির্বাচনে কাঁথি থেকে প্রার্থী হয়েছিলেন পরিতোষ ৷ তিনি পরাজিত হন ৷ সূত্রের খবর, পরিতোষকে মমতা এবং শুভেন্দুর বিরুদ্ধে দাঁড় করাতে চায়নি আলিমুদ্দিন ৷ তাই বেছে নেওয়া হল দলের অন্যতম তরুণ মুখ মীনাক্ষীকে ৷  

নন্দীগ্রামের পাশাপাশি অন্যতম নজর ছিল সিঙ্গুরের ক্ষেত্রে ৷ সিঙ্গুর থেকে ন্যানো গাড়ির কারখানাকে কেন্দ্র করে যে আন্দোলন তীব্র হয়েছিল তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বিদায়ের অন্যতম কারণ হয়েছিল সেই ঘটনা ৷ এবার সেই সিঙ্গুরের প্রার্থী করা হল আরও এক তরুণ মুখ বাম ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সৃজন ভট্টাচার্যকে ৷ বালি থেকে প্রার্থী করা হয়েছে দীপ্সিতা ধরকে ৷  

সবমিলিয়ে আজকের প্রার্থী তালিকায় তারুণ্যের পাশাপাশি বেশ কিছু প্রবীণ মুখে ভরসা রাখল আলিমুদ্দিন ৷

Last Updated : Mar 10, 2021, 8:25 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details