কলকাতা, 10 ফেব্রুয়ারি : এবার শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করলেন কুণাল ঘোষ । মঙ্গলবার আলিপুর আদালতে কলকাতার প্রাক্তন মেয়রের বিরুদ্ধে 10 কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন কুণাল ঘোষ ।
আগেই শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করবেন বলে হুঁশিয়ারি দিয়েছিলেন কুণাল । আইনজীবী অয়ন চক্রবর্তীকে সঙ্গে নিয়ে মঙ্গলবার আলিপুর আদালতে গিয়ে মামলা দায়ের করলেন তিনি । আগামী কয়েকদিনে শোভনের বিরুদ্ধে ফৌজদারি মামলাও করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন কুণাল ঘোষ ।
সাম্প্রতিকালে কুণাল ঘোষকে 'দালাল', 'পকেটমার' বলে সরাসরি আক্রমণ করেন শোভন চট্টোপাধ্যায় । আগেও কুণালকে ব্যক্তিগত আক্রমণ করেছেন শোভন । ভারতীয় জনতা পার্টির কলকাতা জ়োনের নবনিযুক্ত পর্যবেক্ষক ‘সাংবাদিক’ কুণাল ঘোষের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন ৷ শোভন সেই সময় বলেন, ‘‘কুণাল ঘোষের যোগ্যতা ছিল দালালির ৷’’ কাদা ছোরাছুরি চলছে দুই তরফেই ৷ শোভনের সঙ্গে মুখোমুখি বসতে চেয়ে কুণাল ঘোষ বলেছিলেন, "গ্ল্যাকসো বেবি জানেন না আমাকে ক্লিনচিট দেওয়া হয়েছে ৷ মুখ দেখাতে পারেন না বলে তিন বছর গর্তে ছিলেন ৷"
আরও পড়ুন : মমতার ঘরে সুনীল-বিশ্বজিৎ, তৃণমূলে ফিরছেন ?