পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

92টি আসনে লড়বে কংগ্রেস, মালদা-মুর্শিদাবাদ ছাড়তে নারাজ অধীর

প্রায় চার ঘণ্টা ধরে বৈঠক হওয়ার পরেও সমাধান সূত্র রইল অধরা । আপাতত বামফ্রন্ট 30টি আসন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে ছাড়লেও কংগ্রেসের পক্ষ থেকে সবুজ সঙ্কেত পায়নি আইএসএফ ।

মালদা, মুর্শিদাবাদ আসন ছাড়তে নারাজ অধীর চৌধুরী
মালদা, মুর্শিদাবাদ আসন ছাড়তে নারাজ অধীর চৌধুরী

By

Published : Mar 1, 2021, 10:23 PM IST

Updated : Mar 1, 2021, 10:28 PM IST

কলকাতা, 1 মার্চ : দীর্ঘ বৈঠকের পর মাত্র 92 টি আসন সুরক্ষিত করল প্রদেশ কংগ্রেস । আসন্ন বিধানসভা নির্বাচনে 92টি আসনে প্রার্থী দেবে তারা । মালদা, মুর্শিদাবাদে আসন ছাড়তে নারাজ অধীর চৌধুরি । তবে আব্বাস সিদ্দিকিকে আসন ছাড়া নিয়ে ইঙ্গিত দিয়েছেন তিনি ৷ বিধান ভবনে বৈঠক শেষে তিনি জানিয়েছেন, অতিরিক্ত আসন পেলে তারপরই আইএসএফকে আসন দেওয়ার ভাবনা চিন্তা করবে প্রদেশ কংগ্রেস ।

প্রায় চার ঘণ্টা ধরে বৈঠক হওয়ার পরেও সমাধান সূত্র রইল অধরা । আজ বিধান ভবনে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি, সাংসদ প্রদীপ ভট্টাচার্য, কংগ্রেসের দুই বিধায়ক যথাক্রমে নেপাল মাহাত, মনোজ চক্রবর্তী এবং বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র এবং মহম্মদ সেলিম আজকের বৈঠকে উপস্থিত ছিলেন । মূলত দক্ষিণবঙ্গের বেশ কিছু আসন নিয়ে বৈঠকে দীর্ঘক্ষণ আলোচনা হয় । আগামীকাল থেকে প্রথম দফার নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে । এখনও পর্যন্ত বামফ্রন্ট এবং কংগ্রেসের প্রার্থী ঠিক না হওয়ায় চূড়ান্ত অস্বস্তিতে রয়েছে রাজ্যের প্রধান দুই বিরোধী দল ৷

আরও পড়ুন : বাম-কংগ্রেসের সঙ্গে জোট শুধু বিহারে, বাংলায় মমতার পাশে আরজেডি : তেজস্বী যাদব

ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে নিয়ে বিব্রত বামফ্রন্ট এবং কংগ্রেস । আপাতত বামফ্রন্ট 30টি আসন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে ছাড়লেও কংগ্রেসের পক্ষ থেকে সবুজ সঙ্কেত পায়নি আইএসএফ । এই পরিস্থিতিতে বামফ্রন্টের ওপর চাপ সৃষ্টি করে চলেছে প্রদেশ কংগ্রেস । মালদা, মুর্শিদাবাদ এবং দুই 24 পরগনার আসনের দাবিদার আব্বাস সিদ্দিকী । মালদা এবং মুর্শিদাবাদ নিয়েও কংগ্রেসের সঙ্গে আব্বাসের জট পেকে রয়েছে । এই অবস্থায় কী করে জোট সম্ভব ? এই নিয়ে সমাধান সূত্র বেরনোয় বিলম্ব হচ্ছে ।

মালদা, মুর্শিদাবাদ আসন ছাড়তে নারাজ অধীর চৌধুরী

প্রার্থী তালিকা দ্রুত ঘোষণা করবে কংগ্রেস । যদিও বামফ্রন্টের পক্ষ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করতে এখনও সময় লাগবে বলে জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ।

Last Updated : Mar 1, 2021, 10:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details