কলকাতা, 1 মার্চ : দীর্ঘ বৈঠকের পর মাত্র 92 টি আসন সুরক্ষিত করল প্রদেশ কংগ্রেস । আসন্ন বিধানসভা নির্বাচনে 92টি আসনে প্রার্থী দেবে তারা । মালদা, মুর্শিদাবাদে আসন ছাড়তে নারাজ অধীর চৌধুরি । তবে আব্বাস সিদ্দিকিকে আসন ছাড়া নিয়ে ইঙ্গিত দিয়েছেন তিনি ৷ বিধান ভবনে বৈঠক শেষে তিনি জানিয়েছেন, অতিরিক্ত আসন পেলে তারপরই আইএসএফকে আসন দেওয়ার ভাবনা চিন্তা করবে প্রদেশ কংগ্রেস ।
প্রায় চার ঘণ্টা ধরে বৈঠক হওয়ার পরেও সমাধান সূত্র রইল অধরা । আজ বিধান ভবনে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি, সাংসদ প্রদীপ ভট্টাচার্য, কংগ্রেসের দুই বিধায়ক যথাক্রমে নেপাল মাহাত, মনোজ চক্রবর্তী এবং বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র এবং মহম্মদ সেলিম আজকের বৈঠকে উপস্থিত ছিলেন । মূলত দক্ষিণবঙ্গের বেশ কিছু আসন নিয়ে বৈঠকে দীর্ঘক্ষণ আলোচনা হয় । আগামীকাল থেকে প্রথম দফার নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে । এখনও পর্যন্ত বামফ্রন্ট এবং কংগ্রেসের প্রার্থী ঠিক না হওয়ায় চূড়ান্ত অস্বস্তিতে রয়েছে রাজ্যের প্রধান দুই বিরোধী দল ৷