কলকাতা, 17 মার্চ : বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্র করে রূপোলি পর্দার তারকা পায়েল সরকারকে প্রার্থী করেছে বিজেপি ৷ ওই কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার জোর দাবিদার ছিলেন শোভন চট্টোপাধ্যায় ৷ তাই তালিকা প্রকাশিত হতেই পদ্মের মায়া ত্যাগ করেছেন শোভন চট্টোপাধ্যায় ৷ দল ছেড়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও ৷ যদিও শোভন-বৈশাখীকে নিয়ে মাথা ঘামাতে রাজি নন পায়েল সরকার ৷
রবিবাসরীয় দুপুরে বড় চমক দিয়েছে বিজেপি । তৃণমূলে ও সিপিএম আগেই প্রার্থী তালিকা প্রকাশ করেছিল ৷ সবার শেষে প্রার্থী তালিকা ঘোষণা করে ভারতীয় জনতা পার্টি । প্রত্যাশা ছিল, সেই মতই এক ঝাঁক তারকা এবার ভোট ময়দানে লড়বে বিজেপির হয়ে । প্রার্থী তালিকায় জায়গা করে নিয়েছেন যশ, পায়েল, তনুশ্রী, অঞ্জনা বসুর মতো তারকা মুখগুলি । সব ঠিকই ছিল ৷ কিন্তু বাধ সাধল বিজেপি বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রকে নিয়ে । বিজেপি বেহালা পূর্বে প্রার্থী করেছে অভিনেত্রী পায়েল সরকারকে । প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় দল ছাড়ার কথা জানিয়ে দেন ৷ এই বিষয়ে ইটিভি ভারতের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল অভিনেত্রী পায়েল সরকারের সঙ্গে ৷ তবে এই বিষয়ে মুখ খুলতে নারাজ পায়েল ।
আরও পড়ুন : অভিনেত্রী হিসেবে আসিনি, বেহালায় প্রচারে বেরিয়ে বললেন পায়েল