কলকাতা, 16 মার্চ: ওবিসি সংরক্ষণের তালিকা সম্পূর্ণ না-করেই রাজ্য পঞ্চায়েত নির্বাচন করাতে চাইছে । এমনটাই অভিযোগ করে মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এবার এই প্রসঙ্গেই মুখ খুললেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় (WB Advocate General Soumendra Nath Mookherjee)। তিনি জানান, বিরোধী দলনেতার দায়ের করা মামলা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত । কারণ সার্ভে প্রক্রিয়া সম্পন্ন করার পর রাজ্য যে বিজ্ঞপ্তি জারি করেছিল, কোনও রাজনৈতিক দল তা চ্যালেঞ্জ করেনি (Soumendra Nath Mookherjee slams Suvendu Adhikari)।
রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, "সংরক্ষিত আসন সম্পর্কিত বিষয়ে সার্ভে প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে । নির্বাচন কমিশনের এই সংক্রান্ত নোটিশগুলো চ্যালেঞ্জ করা হয়নি মামলায় । নিয়ম অনুযায়ী, ওবিসি সংরক্ষণ হিসাবের মধ্যেই আসে না যদি এসসি, এসটি সংরক্ষণ 50% হয়ে যায়। পাশাপাশি সার্ভে প্রক্রিয়া নিয়ে আদালতে এখনও কোনও প্রশ্ন ওঠেনি । কোনও রাজনৈতিক দল এর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানায়নি । এই নির্বাচনে যে সমস্ত রাজনৈতিক দল অংশগ্রহণ করবে তারা কেউ এই বিজ্ঞপ্তিটাকে চ্যালেঞ্জ করেনি।"