পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বুলবুলের মোকাবিলায় তৈরি রাজ্য প্রশাসন - bulbul news update

রাজ্যের দিকে ধেয়ে আসছে 'অতি শক্তিশালী ঘূর্ণিঝড়' বুলবুল ৷ মোকাবিলায় ঠিক কী কী পদক্ষেপ করল রাজ্য প্রশাসন?

bulbul

By

Published : Nov 8, 2019, 9:31 PM IST

Updated : Nov 8, 2019, 10:05 PM IST

কলকাতা, 8 নভেম্বর : রাজ্যের দিকে ধেয়ে আসছে 'অতি শক্তিশালী ঘূর্ণিঝড়' বুলবুল ৷ আশঙ্কা শনিবার রাতেই আছড়ে পড়বে রাজ্যের উপকূলবর্তী এলাকায় ৷ বুলবুলের মোকাবিলায় একাধিক পদক্ষেপ করেছে রাজ্য প্রশাসন ৷ জারি করা হয়েছে সতর্কবার্তা ৷ স্কুল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ বাতিল করা হয়েছে পৌরনিগম আধিকারিকদের ছুটিও ৷

বুলবুলের মোকাবিলায় ঠিক কী কী পদক্ষেপ করল রাজ্য প্রশাসন?

নবান্ন তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের আগামী 9 ও 10 নভেম্বর ছুটি বাতিল করেছে নবান্ন ৷ সমুদ্র তীরবর্তী অঞ্চলের বাসিন্দাদের অন্যত্র সরানো হচ্ছে ৷ বিশেষ ব্যবস্থা নিয়েছে পূর্ব উপকূলবর্তী বাহিনী ৷ জেলা প্রশাসনগুলিকে উপযুক্ত পদক্ষেপের নির্দেশ দিয়েছে রাজ্য ৷ নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম ৷ কন্ট্রোল রুমের টোল ফ্রি নম্বর 1070 ৷ এছাড়াও 033 - 2214 3526-এ ফোন করা যেতে পারে ৷

বুলবুল মোকাবিলায় প্রস্তুত কলকাতা পৌরনিগম ৷ মেয়র ফিরহাদ হাকিম আজ বুলবুল মোকাবিলার প্রস্তুতি নিয়ে বৈঠক করেন ৷ আগামী শনিবার ও রবিবার পৌরনিগম আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে ৷ কলকাতা পৌরনিগমের সমস্ত দপ্তরের কর্মীদের কাজে যোগ দিতে বলা হয়েছে । আগামী শনি ও রবিবার সারারাত খোলা থাকবে কলকাতা পৌরনিগমের কন্ট্রোল রুম । প্রয়োজনে কন্ট্রোল রুমে নিজে থাকবেন বলে জানিয়েছেন মেয়র । কলকাতায় শনিবার ও রবিবার 70 থেকে 80 মিলিমিটার বৃষ্টি হতে পারে । যে সমস্ত এলাকায় জল জমার সমস্যা রয়েছে, সে সব এলাকায় অস্থায়ী পাম্প বসাতে বলা হয়েছে ।

স্কুল শিক্ষা দপ্তরের তরফে সতর্কতা বজায় রাখতে আগামীকাল রাজ্যের স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর ৷ কলকাতা সহ উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও হাওড়ায় বন্ধ থাকবে স্কুল । প্রত্যেক জেলায় এই নির্দেশ পাঠিয়েছে শিক্ষা দপ্তর ।

কী কী সতর্কতা জানাল রাজ্য প্রশাসন ?

বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে মৎস্যজীবীদের সমুদ্র থেকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছিল । আগামী তিনদিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের । দিঘা-মন্দারমণি-সহ সমস্ত সমুদ্র সৈকতে নজরদারি চালানো হচ্ছে । শনিবার ও রবিবার পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে ৷

Last Updated : Nov 8, 2019, 10:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details