কলকাতা, 2 ডিসেম্বর: 2026 সালের আগেই রাজ্যের সব পৌর এলাকায় পানীয় জলের একাধিক কাজ শেষ করবে রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দফতর ৷ কেন্দ্র-রাজ্যের যৌথ অর্থের প্রকল্প আমরুত 2.0 ৷ এই প্রকল্পে প্রতি ঘরে পানীয় জলের সংযোগ দিতে 10 হাজার কোটি টাকার পানীয় জলের প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে ৷ কলকাতা পৌরনিগম-সহ 128টি পৌরসভা, মিউনিসিপ্যালিটির নানা কাজ হবে ৷ এদিন সব কাজ নিয়ে কলকাতা পৌরনিগমের কেন্দ্রীয় ভবনে মূল্যায়ন বৈঠক করলেন পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ বৈঠকে ছিলেন দফতরের আধিকারিকরা ।
পৌর ও নগরোন্নয়ন দফতর সূত্রে খবর, আমরুত 2.0 প্রকল্পে মোট বরাদ্দ 10 হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে ৷ কেন্দ্রের টাকাও মিলেছে ৷ ফলে অর্থের কোনও সমস্যা নেই ৷ 7 হাজার 266 কোটি টাকা ইতিমধ্যেই বরাদ্দ হয়েছে খরচের জন্য ৷ 5 হাজার 500 কোটি টাকার ডিটেল প্রজেক্ট রিপোর্ট তৈরি হয়েছে ৷ 4 হাজার 300 কোটি টাকার টেন্ডারও হয়ে গিয়েছে ৷
128টি পৌর এলাকার মধ্যে এই পানীয় জল প্রকল্পের সব কাজ 2026 সালের মধ্যেই শেষ করতে হবে বলেই এদিন বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ৷ পাশাপশি জানা গিয়েছে প্রাথমিক লক্ষ্য 2025 সালের ডিসেম্বর মাস ৷