কলকাতা, ২৭ মার্চ : ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জেরে আগামী শনিবার সকাল থেকে জল বন্ধ থাকবে মধ্য কলকাতায়। কলকাতা পৌরনিগমের তরফে আজ একথা জানানো হয়। শনিবার সকাল ৬ টা ও সকাল ১০ টায় দুইবার জল দেওয়া হবে। তারপর থেকে রবিবার সকাল পর্যন্ত উত্তর ও মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ বন্ধ থাকবে।
মেট্রোর কাজের জেরে উত্তর ও মধ্য কলকাতায় জল সরবরাহ বন্ধ থাকবে - North Kolkata
মেট্রোরেলের কাজের জন্য শনিবার উত্তর ও মধ্য কলকাতায় জল সরবরাহ বন্ধ থাকবে।
KMC
রাজা সুবোধ মল্লিক স্কয়্যারে কলকাতা পৌরনিগমের একটি বড় পাম্পিং স্টেশন রয়েছে। তার নীচ দিয়ে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের টানেল তৈরির কাজ চলবে। সেজন্য পাম্পিং স্টেশন থেকে জল সরবরাহ বন্ধ রাখা হবে।
রবিবার সকাল ১০ টার পর জল সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছে পৌরনিগম।