পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মেট্রোর কাজের জেরে উত্তর ও মধ্য কলকাতায় জল সরবরাহ বন্ধ থাকবে - North Kolkata

মেট্রোরেলের কাজের জন্য শনিবার উত্তর ও মধ্য কলকাতায় জল সরবরাহ বন্ধ থাকবে।

KMC

By

Published : Mar 27, 2019, 1:56 AM IST

কলকাতা, ২৭ মার্চ : ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জেরে আগামী শনিবার সকাল থেকে জল বন্ধ থাকবে মধ্য কলকাতায়। কলকাতা পৌরনিগমের তরফে আজ একথা জানানো হয়। শনিবার সকাল ৬ টা ও সকাল ১০ টায় দুইবার জল দেওয়া হবে। তারপর থেকে রবিবার সকাল পর্যন্ত উত্তর ও মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ বন্ধ থাকবে।

রাজা সুবোধ মল্লিক স্কয়্যারে কলকাতা পৌরনিগমের একটি বড় পাম্পিং স্টেশন রয়েছে। তার নীচ দিয়ে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের টানেল তৈরির কাজ চলবে। সেজন্য পাম্পিং স্টেশন থেকে জল সরবরাহ বন্ধ রাখা হবে।

রবিবার সকাল ১০ টার পর জল সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছে পৌরনিগম।

ABOUT THE AUTHOR

...view details