কলকাতা , 17 ডিসেম্বর : শনিবার থেকে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে বন্ধ থাকবে জল সরবরাহ । গার্ডেনরিচে পাইপলাইন রক্ষণাবেক্ষণের কাজের জন্য 24 ঘণ্টার জন্য পানীয় জল সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরনিগম । আগামী শনিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত বন্ধ থাকবে জল সরবরাহ । রবিবার সকালের পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে ।
পাইপলাইনে ফাটল ধরেছে । তার মেরামতির কাজের জন্য দক্ষিণ কলকাতায় বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ বন্ধ থাকবে । কালীঘাট, রানিকুঠি, গড়ফা, চেতলা, গলফগ্রীন, লাইকা, সিরিটি, বেহালা, দাসপাড়া , গান্ধি ময়দান, সেনপল্লী, প্রফুল্ল কানন, পর্ণশ্রীতে জল সরবরাহ বন্ধ থাকবে ।