কলকাতা, 1 মার্চ : পৌরনিগমের ইতিহাসে এই প্রথমবার গঙ্গাবক্ষে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট চালু করতে চলেছে কলকাতা পৌরনিগম । খিদিরপুরে তক্তা ঘাটে গঙ্গাবক্ষে তৈরি হয়েছে এই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটি । যা প্রায় 15 মিলিয়ন গ্যালন ক্ষমতা সম্পন্ন ।
তক্তা ঘাটে গঙ্গাবক্ষে ওয়াটার পাম্পিং স্টেশন, উদ্বোধন আজ - গঙ্গাবক্ষে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট
প্রথমবার গঙ্গাবক্ষে ওয়াটার পাম্পিং স্টেশন । উপকৃত হবে কলকাতা পৌরনিগমের পাঁচটি ওয়ার্ড ।
গঙ্গাবক্ষে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট । আজ উদ্বোধন করবেন মেয়র ফিরহাদ হাকিম । যা থেকে প্রতিদিন 5 মিলিয়ন গ্যালন জল সরবরাহ করা হবে । এর ফলে খিদিরপুর ও ওয়াটগঞ্জ এলাকায় পাঁচটি ওয়ার্ড উপকৃত হবে বলে আশাবাদী তারা । এই প্রথমবার গঙ্গাবক্ষে উপরে ধরনের পাম্পিং স্টেশন তৈরি করল কলকাতা পৌরনিগম ।
তক্তা ঘাটের ইনটেক পাম্পিং স্টেশন থেকে যে জল পরিশোধিত হবে তা 75 ,76 ,77 ,78 ,79 এবং 80 নম্বর ওয়ার্ডে সরবরাহ করা হবে । মেয়র জানিয়েছেন, এতদিন গঙ্গা থেকে জল নিয়ে আলাদা একটি স্টেশন তৈরি করে জল পরিশোধিত করা হত । ফলে যতোটা জল আসত তার সঙ্গে সমপরিমাণ মাটিও উঠে আসত । কিন্তু নতুন পাম্পিং স্টেশন থেকে গঙ্গায়ই জল পরিশোধিত করা হবে । যার ফলে জলের সঙ্গে আর মাটি আসবে না ।