পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

102 নম্বর ওয়ার্ডে তৃণমূলের কাঁটা জল

কলকাতা পৌরনিগমের 102 নম্বর ওয়ার্ডের চিত্তররঞ্জন কলোনী৷ যার একদিকে তাকালে আপনি দেখতে পাবেন অভিজাত বহুতল ঠিক তেমনই অপরদিকে তাকালে আপনার চোখে পড়বে তস্য গলি ৷

election Spl
102 নম্বর ওয়ার্ডের জল সমস্যা

By

Published : Mar 12, 2020, 9:23 PM IST

Updated : Mar 12, 2020, 10:13 PM IST

কলকাতা, 12 মার্চ: একদিকে রয়েছে অভিজাত বহুতল, আর অন্যদিকে তস্য গলি । এমনই চেহারা চিত্তরঞ্জন কলোনীর৷ এই এলাকাজুড়েই 102 নম্বর ওয়ার্ড কলকাতা পৌরনিগমের৷

বিগত 10 বছর ধরে কলকাতা পৌরনিগমের ক্ষমতায় রয়েছেন তৃণমূল৷ কিন্তু, চিত্তরঞ্জন কলোনি নিয়ে তৈরি হওয়া 102 নম্বর ওয়ার্ডে ক্ষমতার কোনও রকম পরিবর্তন হয়নি৷ গত 10 বছর ধরে এই এলাকা বামেদের দুর্গ হিসেবেই পরিচিত৷ ক্ষমতায় রয়েছেন CPI(M) এর রিঙ্কু নস্কর মুখোপাধ্যায় ।

সময় যত এগিয়েছে ততই উন্নত হয়েছে চিত্তরঞ্জন কলোনি৷ আশেপাশে মাথা তুলেছে অনেক বহুতল, অভিজাত আবাসন৷ একটা সময় যে কলোনিতে টালির চালা দেখা যেত, এখানে সেখানে সমৃদ্ধি এসেছে৷ অলিতে-গলিতে দেখে মেলে তিনতলা বাড়ির৷ এক সময়ে, সব কিছু হারানো মানুষগুলোর পরবর্তী প্রজন্মের মুখে ফুটেছে হাসি৷

মুখে হাসি ফুটলেও স্বাচ্ছন্দ্য আসেনি, এমনই অভিযোগ এলাকাবাসীর৷ এলাকার অন্যতম সমস্যা জল নিয়ে৷ সারা বছর ধরেই জল-কষ্টে ভোগেন এলাকার মানুষ৷ বিশ্বনাথ দে নামে এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, “সারা বছর ধরেই জলের কলগুলোয় তেমন কোনও গতি থাকে না । আর গরমের সময় তো কথাই নেই । বাধ্য হয়ে কাউন্সিলরকে বলে পাম্প চালানোর ব্যবস্থা করা হয়। কিন্তু সেটাও মাঝে মাঝে খারাপ হয়ে যায়। আমরা তীব্র জল কষ্টে ভুগছি । সমস্যা মূলত পানীয় জলের।"

এলাকার গৃহবধূ নবীনা পাল জানান, “আমাদের সমস্যা একটাই, জল । সারা বছর ধরেই জলের তীব্র অভাব এই এলাকায় । কাউন্সিলরকে বারবার জানিয়েছি । কিন্তু এখনও কাজের কাজ হয়নি । শুনেছি একটা বুষ্টিং স্টেশন হচ্ছে। কিন্তু সেটা কবে হবে কে জানে?"

শুধুই কি জলের সমস্যা? এলাকার পুকুরগুলোর সংস্কার ঠিকমতো হচ্ছে না বলেও অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা৷ পুকুরগুলোতে রীতিমতো আবর্জনার স্তুপ৷ পুকুরগুলো ঠিকঠাক মতো পরিষ্কার থাকলে তা ব্যবহার করা যেত ৷ যার ফলে তীব্র জল-কষ্টেও উপকৃত হতেন স্থানীয়রা৷

এলাকার এক বাসিন্দা রাজু মজুমদার জানান, "পুকুরগুলোর অবস্থা খুবই খারাপ৷ কোন ভাবেই তা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না৷ ফলে পুকুরগুলো ব্যবহারের অযোগ্য হয়ে উঠেছে৷"

Last Updated : Mar 12, 2020, 10:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details