কলকাতা, 14 মে : বৃষ্টির জেরে কলকাতা জলমগ্ন হওয়ার কারণ খতিয়ে দেখতে গিয়ে উঠে আসে ড্রেনেজ বিভাগের চরম গাফিলতি । শহরের জল জমলে ম্যানহোলের ঢাকনা সরিয়ে জল নামানো হয় । সেই ম্যানহোলের দ্বায়িত্বে থাকা 160 জন কর্মীর বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠে আসে ।
গত মঙ্গলবার কলকাতায় ভারী বৃষ্টির ফলে উত্তর কলকাতার বহু অংশে জলমগ্ন হয়ে পড়েছিল । সেইদিন ম্যানহোলের দায়িত্বে থাকা কর্মীরা কোথায় ছিলেন এবং কেন তাঁরা ম্যানহোলের ঢাকনা খোলেননি তা নিয়ে উঠছে প্রশ্ন । কলকাতা পৌর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য ও নিকাশি বিভাগের দ্বায়িত্বপ্রাপ্ত তারক সিং জানান, দীর্ঘ সময় জল জমে থাকার ঘটনায় বিভাগীয় ডিজি শান্তনু ঘোষকে জবাবদিহি করতে বলা হয়েছে । যথাযথ জবাব না পেলে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি ।
পৌরনিগমের 160 জন কর্মী আছেন যারা ম্যানহোল খুলে ড্রেনের ময়লা তোলার কাজ করেন । এখন ম্যানহোলের ভেতরে প্রবেশ করতে হয় না । মেশিন দিয়ে কাজ করা হয় । তাঁদের দায়িত্ব হল ম্যানহোলের দেখভালের । গত পরশুদিন দিন তাঁরা কোথায় ছিলেন । কী কারনে ম্যানহোলের ঢাকনা খোলা হয়নি তা জানতে চেয়েছেন তারক সিং । এই 160 জন কর্মী কলকাতা পৌর নিগমের স্থায়ী কর্মী । এদিন তিনি অভিযোগ করেন অনেকেই নিয়মিত কাজে আসেন না । বাড়িতে বসে থেকে এদের অনেকের হাজিরা উঠে যায় ।