কলকাতা, 5 অক্টোবর : পানীয় জলের সংকট চলবে শহরের বিস্তীর্ণ এলাকায় । পরিশ্রুত পানীয় জল পেতে আরও 2-3 দিন সময় লেগে যাবে বলে জানিয়েছেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম । রবিবার সকাল থেকে উত্তর ও মধ্য কলকাতার বিভিন্ন এলাকায় জলের কল থেকে পলিমাটি যুক্ত ঘোলা জল বেরতে শুরু করে । স্বভাবতই বিপদে পড়েন বহু মানুষ ৷
ফিরহাদ হাকিম জানিয়েছেন, গতকাল সন্ধেয় জলের যে রিপোর্ট সংগ্রহ করা হয়েছে, সেই অনুযায়ী জলে পলির পরিমাণ ক্রমশ কমছে ৷ ডিভিসি নতুন করে জল না ছাড়লে 2-3 দিনের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে । তারপর ফের আগের মতো পরিশ্রুত পানীয় জল পাওয়া যাবে । পরিস্থিতির উপর কলকাতা পৌরনিগম-সহ রাজ্য সরকার নজরদারি রাখছে । তবে এই জল শরীরের পক্ষে ক্ষতিকারক নয় বলে জানিয়েছেন পুরপ্রশাসক । ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টগুলোতে সংগৃহীত জলের নমুনা পরীক্ষা করে দেখা গিয়েছে, এতে শরীরের কোনও ক্ষতির সম্ভাবনা নেই । এই মুহূর্তে প্লান্টগুলোয় পরিশুদ্ধ পানীয় জল 50% কম উৎপাদন হচ্ছে ।
এই বিপত্তির জন্য ডিভিসিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন কলকাতা পৌর নিগমের মুখ্যপ্রশাসক ফিরহাদ হাকিম ৷ তিনি জানিয়েছেন, ডিভিসির বিপুল পরিমাণে ছাড়া জল গঙ্গার জলের সঙ্গে মিশে গিয়েছে ৷ জলের স্রোত হঠাৎ বাড়লে নিচে থিতিয়ে থাকা পলিমাটি কাদা উপরে উঠে আসে । এবার প্রবল জলোচ্ছ্বাসে অনেক বেশি পরিমাণে জল নদীতে আসায় দীর্ঘদিন ধরে নদীর একেবারে তলায় জমে থাকা পলি, কাদা উপরে উঠে ভেসে উঠেছে ।