কলকাতা, 29 মার্চ: একটা স্লোগান মিলিয়ে দিল এই মুহূর্তে রাজনীতিতে দূরবর্তী অবস্থানে থাকা কংগ্রেস ও তৃণমূলকে । যদিও জ্বালানি শেষ পর্যন্ত এই দুই রাজনৈতিক দলের মধ্যে দূরত্ব দূর করবে কি না তা সময় বলবে । তবে বুধবার দেশ দেখল বিজেপির বিরুদ্ধে আক্রমণে একাট্টা কংগ্রেস ও তৃণমূল । কারণ কয়েকশো যোজন দূরে থেকে কংগ্রেস সভাপতি যে কথা বলছেন, সেই একই সুর এবং আক্রমণের লক্ষ্যও এক তৃণমূলের । একই কথা বলছেন তৃণমূল সুপ্রিমোও ।
এই মুহূর্তে বাংলাকে বঞ্চনার প্রতিবাদে রেড রোডে আম্বেদকর মূর্তির পাদদেশে ধরনায় বসেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । এই ধরনা থেকে বুধবার তিনি কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন বিজেপিকে । এ দিন মমতার ধরনা মঞ্চে সবচেয়ে বেশি দৃষ্টি কেড়েছে 'বিজেপি' নামক ওয়াশিং মেশিন । বুধবার রেড রোডে মুখ্যমন্ত্রীর অবস্থান বিক্ষোভস্থলে আচমকাই একটি ওয়াশিং মেশিন (Washing Machine in Mamata Dharna) হাজির করা হয় যেখানে লেখা আছে বিজেপির নাম । মমতার মঞ্চে এভাবে ওয়াশিং মেশিন দেখে হতবাক হয়ে যান অনেকেই । তবে ধীরে ধীরে বিষয়টি পরিষ্কার হয় ।
দেখা যায়, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Dharna) এই ওয়াশিং মেশিনের মধ্যে একটি কালো কাপড় ভরে দেন । আসলে তখন ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে 'ওয়াশিং মেশিন ভাজপা, ওয়াশিং মেশিন ভাজপা'। কিছুক্ষণ বাদেই ওই কালো কাপড় সাদা হয়ে বেরিয়ে আসে ওয়াশিং মেশিন থেকে । আর তৃণমূল নেতারা বলেন, বিজেপি করলেই সমস্ত কালো ধুয়ে মুছে সাফ । আসলে সবটাই ছিল তৃণমূল কংগ্রেসের প্রতীকী প্রতিবাদ । তৃণমূলের পক্ষ থেকে বারবারই অভিযোগ করা হয়, নানা দুর্নীতিতে অভিযুক্ত হওয়ার পরে কেউ যদি বিজেপির ওয়াশিং মেশিনে চলে যান, তবে তিনি একেবারে ধোপদুরস্ত হয়ে যান । এটা ছিল তারই নমুনা । আর এ ভাবেই এ দিন বিজেপিকে বিঁধেছেন মমতা ।