কলকাতা, 27 সেপ্টেম্বর : আকাশ আজ মেঘলা থাকার পাশাপাশি দক্ষিণের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানাল আলিপুর আবহাওয়া অফিস ৷ আজ সন্ধ্যার পর থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ ৷ কলকাতা ও উপকূলবর্তী জেলাগুলিতে মঙ্গলবার ও বুধবার ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিস সূত্রে খবর ৷ তাই এই দুদিন ভারী বৃষ্টির পূর্বাভাসের জেরে কমলা সর্তকতা জারি করেছে আবহাওয়া অফিস ।
পূর্ব ও মধ্য বঙ্গোপসাগরে আজ ফের ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে । এই ঘূর্ণাবর্ত নিম্নচাপ হয়ে পশ্চিমবঙ্গের উপকূলের কাছাকাছি চলে আসার প্রবল সম্ভাবনা । যা পরবর্তীতে সুন্দরবনের মধ্যে দিয়ে প্রবেশ করে ঝাড়খণ্ডের দিকে অগ্রসর করবে । এর প্রভাবে আগামী তিনদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে পশ্চিমবঙ্গে ।
আরও পড়ুন :Digha alert : চোখ রাঙাচ্ছে গুলাব, দিঘাতে পর্যটকদের হোটেল ছাড়ার নির্দেশ
আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । যার জেরে দক্ষিণ 24 পরগনা ও দুই মেদিনীপুরে হলুদ সর্তকতা জারি করেছে আবহাওয়া অফিস । দক্ষিণের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে ।
মঙ্গলবার ভারী বৃষ্টির দাপটে কমলা সর্তকতা জারি করেছে আবহাওয়া অফিস । মঙ্গলবার দুই মেদিনীপুর-সহ দুই 24 পরগনা, হাওড়া, হুগলি ও কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি সতর্কতা রয়েছে ।
বুধবার প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে । কলকাতা, দুই মেদিনীপুর, দুই 24 পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও দুই বর্ধমানে ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে । এই জেলাগুলিতে বুধবার কমলা সর্তকতা জারি করেছে হাওয়া অফিস ৷