পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গিরিরাজের ঠুমকা মন্তব্য নিয়ে তপ্ত বিধানসভা, বাদানুবাদে জড়াল শাসক ও বিরোধীপক্ষ - পশ্চিমবঙ্গ বিধানসভায়

Giriraj Singh Controversial Comment: কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের ‘ঠুমকা’ মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়েছে ৷ বৃহস্পতিবার এর আঁচ পড়ল পশ্চিমবঙ্গ বিধানসভায় ৷ এই নিয়ে বাদানুবাদে জড়াল শাসক তৃণমূল ও বিরোধী বিজেপি ৷

West Bengal Assembly
West Bengal Assembly

By ETV Bharat Bangla Team

Published : Dec 7, 2023, 4:44 PM IST

কলকাতা, 7 ডিসেম্বর: কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের ‘ঠুমকা’ মন্তব্য নিয়ে বিতর্কের আঁচ বৃহস্পতিবার পড়ল রাজ্য বিধানসভায় । বিষয়টি নিয়ে বিধানসভার অন্দরে উষ্মা প্রকাশ করলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা । আর এই ঘটনাকে কেন্দ্র করে আরও একবার উত্তপ্ত হল রাজ্য বিধানসভা ।

ঘটনার সূত্রপাত হয় অধিবেশনের উল্লেখ পর্বে৷ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং-এর বিতর্কিত মন্তব্যের বিষয়টি বিধানসভায় তুলে ক্ষমা চাওয়ার দাবি তোলেন রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা । রাজ্যের মন্ত্রীর কথায়, কেন্দ্রীয় মন্ত্রী যা বলেছেন, তা অত্যন্ত অপমানজনক । একই সঙ্গে বিষয়টি কুরুচিকরও । এতবারের সাংসদ, তিনবারের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের মন্তব্য সমর্থনযোগ্য নয় । সবচেয়ে বড় কথা, উনি একজন মহিলা । সেদিক থেকে বিচার করলে কেন্দ্রীয় মন্ত্রীর এই বক্তব্য নারী-বিদ্বেষমূলকও ।

এরপরই শশী পাঁজা দাবি জানান, নারীবিদ্বেষী মন্তব্য করার জন্য ক্ষমা চাইতে হবে কেন্দ্রীয় মন্ত্রীকে । তিনি একথাও মনে করিয়ে দিয়েছেন, রাজ্য বিধানসভায় শাসক দলের 35 শতাংশ মহিলা জনপ্রতিনিধি রয়েছে । কেন্দ্রীয় মন্ত্রীর এহেন মন্তব্য কোনোভাবেই সমর্থন করেন না তাঁরা । সবচেয়ে বড় কথা তিনি একজন কেন্দ্রীয় মন্ত্রী, কোনও মহিলার সম্পর্কে এ ধরনের মন্তব্য করা উচিত নয় ।

রাজ্যের মন্ত্রী যখন এই অভিযোগগুলি তুলছেন, ক্ষমা চাওয়ার দাবি জানাচ্ছেন, তখন পালটা সরব হয় বিজেপি । বিজেপির তরফ থেকে বলা হয়, যিনি রাজ্য বিধানসভার সদস্যই নন, তার সম্বন্ধে কোনোভাবেই বিধানসভার অন্দরে আলোচনা করা যায় না । অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় কেন শাসক দলকে এই অভিযোগ তোলার সুযোগ দিচ্ছেন ?

অধ্যক্ষ অবশ্য বিরোধীদের এই অভিযোগে তেমন আমল দেননি । এর ফলেই শুরু হয় হইচই ৷ শাসক বিরোধী একে অপরের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে । এই সময় বিধানসভার অন্দরে শোনা যায় ‘জয় শ্রীরাম’ ধ্বনি । শোনা যায় ‘ভারত মাতার জয়’ স্লোগানও ।

পরিস্থিতি ক্রমশই তার হাতের বাইরে চলে যাচ্ছে বুঝতে পেরে সক্রিয় হন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় । অধ্যক্ষ বলেন, ‘‘এমন মন্তব্য না করাই ভালো ৷ আমাদের মুখ্যমন্ত্রী সম্পর্কে যা বলেছেন, তা বাঞ্ছনীয় ছিল না ।’’ স্পিকার এই কথা বলার পর যেন বিরোধীদের আন্দোলন আরও জোরদার হয় ৷ তারা চিৎকার করতে করতে বিধানসভা ছেড়ে বেরিয়ে যায় ।

আরও পড়ুন:

  1. মমতাকে নিয়ে গিরিরাজ সিংয়ের বক্তব্যের পালটা সরব তৃণমূল
  2. সংহতি দিবসের সভা থেকে জোটবদ্ধ লড়াইয়ের বার্তা মমতার, 'ইন্ডিয়া' জোটকেও শক্তিশালী করার বার্তা
  3. বিজেপির তথ্য ভ্রান্ত, বিধানসভায় শূন্যপদের হিসেব দিলেন শিক্ষামন্ত্রী

ABOUT THE AUTHOR

...view details