কলকাতা, 7 ডিসেম্বর: কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের ‘ঠুমকা’ মন্তব্য নিয়ে বিতর্কের আঁচ বৃহস্পতিবার পড়ল রাজ্য বিধানসভায় । বিষয়টি নিয়ে বিধানসভার অন্দরে উষ্মা প্রকাশ করলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা । আর এই ঘটনাকে কেন্দ্র করে আরও একবার উত্তপ্ত হল রাজ্য বিধানসভা ।
ঘটনার সূত্রপাত হয় অধিবেশনের উল্লেখ পর্বে৷ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং-এর বিতর্কিত মন্তব্যের বিষয়টি বিধানসভায় তুলে ক্ষমা চাওয়ার দাবি তোলেন রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা । রাজ্যের মন্ত্রীর কথায়, কেন্দ্রীয় মন্ত্রী যা বলেছেন, তা অত্যন্ত অপমানজনক । একই সঙ্গে বিষয়টি কুরুচিকরও । এতবারের সাংসদ, তিনবারের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের মন্তব্য সমর্থনযোগ্য নয় । সবচেয়ে বড় কথা, উনি একজন মহিলা । সেদিক থেকে বিচার করলে কেন্দ্রীয় মন্ত্রীর এই বক্তব্য নারী-বিদ্বেষমূলকও ।
এরপরই শশী পাঁজা দাবি জানান, নারীবিদ্বেষী মন্তব্য করার জন্য ক্ষমা চাইতে হবে কেন্দ্রীয় মন্ত্রীকে । তিনি একথাও মনে করিয়ে দিয়েছেন, রাজ্য বিধানসভায় শাসক দলের 35 শতাংশ মহিলা জনপ্রতিনিধি রয়েছে । কেন্দ্রীয় মন্ত্রীর এহেন মন্তব্য কোনোভাবেই সমর্থন করেন না তাঁরা । সবচেয়ে বড় কথা তিনি একজন কেন্দ্রীয় মন্ত্রী, কোনও মহিলার সম্পর্কে এ ধরনের মন্তব্য করা উচিত নয় ।