কলকাতা, 8 নভেম্বর: বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে শুরু হল রাজনৈতিক তরজা ৷ একদিকে এই ঘটনায় তৃণমূল কংগ্রেস ও রাজ্য়ের পুলিশ-প্রশাসনকেই কাঠগড়ায় তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ অন্যদিকে এই নিয়ে পালটা তোপ দেগেছেন বাংলার শাসক দলের তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্য ৷ নিহতের মায়ের বক্তব্যকে হাতিয়ার করে তিনি সমালোচনা করেছেন বিরোধী দলনেতার ৷
বাঁকুড়ায় বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার: বুধবার সকালে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার নিধিরামপুর গ্রামে শুভদীপ ওরফে দীপু মিশ্র নামে এক বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ বাড়ির সামনে একটি গাছে হাত-বাঁধা অবস্থায় তাঁর দেহটি ঝুলছিল ৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে ৷ মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ ৷
মৃতের পরিবারের দাবি, দীপু পরকীয়ায় জড়িয়ে পড়েছিল ৷ সেই কারণে তাঁকে খুন হতে হল ৷ যদিও বাঁকুড়ার শালতোড়ার বিধায়ক বিজেপির চন্দনা বাউড়ির দাবি, দীপুকে তৃণমূলের লোকেরাই খুন করেছে ৷
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ: তিনিও এই ঘটনার দায় চাপিয়েছেন তৃণমূলের উপর ৷ তিনি জানিয়েছেন, সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচনে ভোটে লড়েছিলেন শুভদীপ মিশ্র ৷ এলাকায় জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় ওই তরুণকে খুন করা হয়েছে বলে অভিযোগ শুভেন্দুর ৷