পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

3 দিনে 3 পোস্টিং পশ্চিমবঙ্গের IPS-এর - ভি সোলোমান নিশাকুমার

প্রথমে কলকাতা পুলিশের যুগ্ম-কমিশনার স্পেশাল টাস্কফোর্স । সেখান থেকে DIG, AP-EFR, পরে আবার মেদিনীপুর রেঞ্জের DIG । তিনদিনে তিনটি পোস্ট দেওয়া হল ভি সোলোমন নিশাকুমারকে ।

ছবি
ছবি

By

Published : Jan 4, 2020, 2:21 AM IST

কলকাতা, 4 জানুয়ারি : পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার থেকে তাঁকে করা হয়েছিল কলকাতা পুলিশের যুগ্ম-কমিশনার স্পেশাল টাস্কফোর্স । 1 জানুয়ারি কলকাতা পুলিশে যোগ দেওয়ার কথা ছিল তাঁর । কথামতো যোগ দেন । 2 জানুয়ারি ফের অন্য পোস্টিং । তাঁকে DIG, AP-EFR-এর দায়িত্ব দেওয়া হয় । গতকাল আবার পোস্ট বদল । এবার মেদিনীপুর রেঞ্জের DIG -র দায়িত্ব দেওয়া হল ভি সোলোমন নিশাকুমারকে । সিনিয়র পুলিশকর্তাদের একাংশের মতে, একজন পুলিশ অফিসারকে পরপর তিনদিন তিনরকম পোস্টিং দেওয়া প্রায় বেনজির ঘটনা ।

ভি সোলোমন নিশাকুমার । 1 জানুয়ারি কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের যুগ্ম কমিশনার হিসেবে দায়িত্ব নেন তিনি । তবে নবান্নের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছিল তাতে বলা হয়, যতক্ষণ পর্যন্ত না পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারের দায়িত্ব অন্য কেউ নিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত তাঁকে ওই দায়িত্বেই থাকতে হবে । ফলে নতুন দায়িত্ব নেওয়ার পরই আবার ফিরে যান পূর্ব মেদিনীপুরে । 2 জানুয়ারি তাঁকে পোস্টিং দেওয়া হয় DIG, AP-EFR হিসেবে । কিন্তু সেই পদে যোগ দেওয়ার আগেই ফের পরিবর্তন । গতকাল আগের নোটিফিকেশন বাতিল করে নবান্ন জানিয়ে দেয়, DIG মেদিনীপুর রেঞ্জ হিসেবে যোগ দিতে হবে তাঁকে ।

ভি সোলোমন নিশাকুমার

এদিকে EFR-এর DIG হিসেবে কর্মরত দেবাশিস বেজকে DIG রেলওয়ে পদে ট্রান্সফার করা হয় 2 জানুয়ারি । ইতিমধ্যে সেই ট্রান্সফার বাতিল করেছে নবান্ন । অর্থাৎ EFR-র DIG হিসেবেই দায়িত্ব পালন করবেন দেবাশিস । 2 জানুয়ারি DIG রেলের পদে কর্মরত শীশরাম ঝাঞ্ঝারিয়াকে DIG, STF পদে নিয়ে আসা হয় । সেই পোস্টিংও বাতিল করা হয়েছে । এদিকে পূর্ব মেদিনীপুরের নতুন পুলিশ সুপার হচ্ছেন ইন্দিরা মুখোপাধ্যায় । তিনি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের DC জ়োন ওয়ানের DC ছিলেন । শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের DC জ়োন 2 অতুল ভি বারাসাত পুলিশ জেলার নতুন পুলিশ সুপার হচ্ছেন । যদিও কলকাতা পুলিশের যুগ্ম-কমিশনার স্পেশাল টাস্কফোর্সকে কে হচ্ছেন, তা এখনও পর্যন্ত জানা যায়নি । জানা যায়নি কে হচ্ছেন DC-DD স্পেশাল ।

ABOUT THE AUTHOR

...view details