কলকাতা, 2 মার্চ : ব্যাপক অশান্তির আবহে রবিবার 108টি পৌরসভায় নির্বাচন হয়েছে ৷ আজ তার ফল ঘোষণা । মোট 107টি পৌরসভায় প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে আজ ৷ ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় দিনহাটা পৌরসভা দখল করেছে তৃণমূল কংগ্রেস ৷ রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, 107টি পৌরসভার জন্য গণনাকেন্দ্রের সংখ্যা 107 (Vote Counting of Bengal Civic Polls to start today)।
ফলাফলের দিন যাতে কোনও বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, তাই কোমর বেঁধেছে কমিশন । প্রতিটি গণনা কেন্দ্রের 200 মিটারের মধ্যে 144 ধারা জারি করা হয়েছে । থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা । গণনা কেন্দ্রের বাইরে নিরাপত্তায় রয়েছে পুলিশ ও কমব্যাট ফোর্স । শুধুমাত্র পেন ও সাদা কাগজ নিয়ে গণনা কেন্দ্রে প্রবেশ করা যাবে । রিটার্নিং অফিসার ছাড়া আর কেউ মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন না । প্রার্থী ও তাঁর পোলিং এজেন্ট ছাড়া প্রার্থীর সঙ্গে আর কেউ প্রবেশ করতে পারবেন না । স্ট্রং রুমের বাইরে ও মূল গণনা কক্ষের বাইরে থাকছে রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনী ।
গণনা শুরু হবে সকাল 8 টায় । প্রথমে ইলেকশন ডিউটি ভোট গণনা করা হবে। তারপর ইভিএম গণনা শুরু হবে ।