কলকাতা, 12 ফেব্রুয়ারি: চলছে ভ্যালেন্টাইন্স সপ্তাহ । সাতটা রকমারি ডে পেরিয়ে সব শেষে আসে ভ্যালেন্টাইন্স ডে । ভালোবাসার জন্য এই একটা দিন বিশেষভাবে বরাদ্দ । মানে ওই উদযাপন করা আর কী ৷ তবে কেউ তা মানতে রাজি, আবার কেউ মানতে নারাজ (Youth on Valentines Day)৷ কারোর বেশ ভালোই লাগে একটা বিশেষ দিনে ভালোবাসার মানুষকে কিছু উপহার দিতে কিংবা তার সঙ্গে সারাদিন বিশেষ সময় কাটিয়ে খাওয়া দাওয়া করতে । কারোর মতে আবার, ভালোবাসার জন্য আবার আলাদা দিন হয় নাকি ? প্রত্যেকটা দিনই ভালোবাসার । এর জন্য আলাদা দিন ধরে রাখার কোনও মানেই হয় না । তবে দিনটিকে ঘিরে সেলিব্রেশনে খামতি থাকে না এতটুকু । কীভাবে এই দিনটাকে সেলিব্রেট করে আজকের তরুণ-তরুণীরা ? ভ্যালেন্টাইন্স ডে নিয়ে কী ভাবনা রয়েছে তাঁদের মনে (Statements of Kolkata youth about Valentines Day)? তার খোঁজ নিল ইটিভি ভারত ।
দোকানে বসে চুড়ি দেখছিলেন এক তরুণী ৷ পাশেই দাঁড়িয়ে তরুণ ৷ তাঁদের ভ্যালেন্টাইন্স ডে নিয়ে জিজ্ঞাসা করতেই তরুণের উত্তর," এই দিনে দু'জনে একসঙ্গে ঘুরতে যাই ৷ সঙ্গে লাঞ্চ বা ডিনারটা একসঙ্গে সারি ৷ ব্যাস আমাদের ভ্যালেন্টাইন্স ডে বলতে এটাই ৷" আর রইল বাকি উপহার দেওয়া ? এই বিষয়ে অবশ্য দু'জনেই একমত ৷ "ও যদি কিছু চায় তবে সেটা দেব নাহলে কিছুই নয় ৷ ওই শুধু ঘোরা আর খাওয়া-দাওয়া ৷"
আরও পড়ুন :জীবন ভরে উঠুক ভালোবাসায় ! টেডির আড়ালে আলিঙ্গনবদ্ধ হন আপনিও