পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Visva Bharati on US Nobel Laureates: অমর্ত্যর পাশে দাঁড়ানোয় মার্কিন নোবেলজয়ীদের 'স্বার্থপর' বলল বিশ্বভারতী - Visva Bharati on US Nobel Laureates

Visva Bharati Mentions US Nobel Laureates Selfish: মার্কিন নোবেলজয়ীদের স্বার্থপর অ্যাখ্যা দিয়ে প্রেস বিজ্ঞপ্তি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ৷ আজ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয় ৷ অমর্ত্য সেনের পাশে দাঁড়ানোয় তাঁদের সমালোচনা করা হয়েছে সেখানে ৷

Visva Bharati on US Nobel Laureates ETV BHARAT
Visva Bharati on US Nobel Laureates

By

Published : Jul 21, 2023, 7:51 PM IST

বোলপুর, 21 জুলাই: অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে রাষ্ট্রপতিকে চিঠি দেওয়ায় দেশ-বিদেশের বিদ্বজ্জন-সহ মার্কিন নোবেলজয়ীরা 'স্বার্থপর' বলল বিশ্বভারতী কর্তৃপক্ষ ! একটি প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই উল্লেখ করেছে তারা ৷ যা নিয়ে বিতর্ক তুঙ্গে ৷ এদিন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায় মামলা চলাকালীন নোবেলজয়ী অমর্ত্য সেনকে ফের 'জমি দখলকারী' উল্লেখ করে প্রেস বিজ্ঞপ্তি দেন ৷ সেখানেই অমর্ত্য সেনের পাশে দাঁড়ানো সকল শিক্ষাবিদদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে 'স্বার্থপর' বলে উল্লেখ করা হয়েছে বলে অভিযোগ ৷

এদিন একটি প্রেস বিজ্ঞপ্তি দেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে অমর্ত্য সেনকে 'বেআইনি ভাবে জমি দখলকারী' বলে উল্লেখ করা হয়েছে ৷ বিশ্বভারতী তার অবস্থান থেকে একচুলও যে সরবে না, সেকথাও বলা হয় বিজ্ঞপ্তিতে ৷ যদিও, মামলা চলাকালীন ফের অমর্ত্য সেনকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে 'জমি দখলকারী' বলা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ এখানেই শেষ নয় ৷ অভিযোগ অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে রাষ্ট্রপতিকে চিঠি দেওয়া দেশ-বিদেশের তাবড় শিক্ষাবিদদের 'স্বার্থপর' আখ্যা দিয়েছে কর্তৃপক্ষ ৷ বিশ্বভারতীয় মতো একটি প্রতিষ্ঠানের এহেন আচরণের জন্য কর্তৃপক্ষের নিন্দা শুরু হয়েছে ৷ উল্লেখ্য মূলত দুই মার্কিন নোবেলজয়ী এবং ভাষা বিজ্ঞানীকে নজিরবিহীন ভাবে আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷

প্রসঙ্গত, বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সময়কালে বিতর্ক নিত্যদিনের ঘটনার মতো হয়ে দাঁড়িয়েছে ৷ যার শুরুটা হয়েছিল বোলপুরের ঐতিহ্যবাহী পৌষমেলা ও বসন্ত উৎসব বন্ধ করা দিয়ে ৷ এমনকি ভাটা পড়েছে কবিগুরুর হাতে শুরু হওয়া বহু প্রথায় ৷ পর্যটকদের জন্য দীর্ঘ 3 বছর ধরে বন্ধ আশ্রম প্রাঙ্গন ৷ যা নিয়ে একাধিকবার সরব হয়েছেন পড়ুয়া, আশ্রমিক থেকে শুরু করে অধ্যাপক-অধ্যপিকাদের একটা বড় অংশ ৷ সরব হয়েছেন বোলপুর-শান্তিনিকেতনবাসীও ৷ কিন্তু, সেই সবে কর্ণপাত করতে নারাজ কর্তৃপক্ষ ৷

বিশ্বভারতী কর্তৃপক্ষের জারি করা সেই বিতর্কিত প্রেস বিজ্ঞপ্তি

আরও পড়ুন:নালন্দার মতোই পরিণতি হবে বিশ্বভারতীর, সতর্কবার্তা অমর্ত্য সেনের

উল্লেখ্য নোবেলজয়ী অর্থনীতিবিদ তথা বিশ্বভারতীর প্রাক্তনী অমর্ত্য সেন ৷ তাঁর ঠাকুরদা ছিলেন ক্ষিতিমোহন সেন ৷ বিশ্বভারতী গঠনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে সম ভূমিকা ছিল তাঁর ৷ অমর্ত্য সেনের মা অমিতা সেন ছিলেন গুরুদেবের স্নেহধন্যা ৷ তাই স্বয়ং গুরুদেব তাঁর নাম রেখেছিলেন 'অমর্ত্য' ৷ সেই অমর্ত্য সেনকে 'জমি দখলকারী' উল্লেখ করে একাধিকবার উচ্ছেদের নোটিশ দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে ৷ যা নিয়ে বিতর্ক চরমে উঠেছে ৷ এমনকি একাধিকবার 'ভারতরত্ন' অমর্ত্য সেনকে তীর্যক ভাষায় আক্রমণও করেছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ৷ যদিও, জমি বিতর্কের বিষয়টি আদালতে বিচারাধীন ৷

তবে, অমর্ত্য সেনের অবমাননার অভিযোগে সরব হয়েছেন রাজ্যের সকল স্তরের বিদ্বজনেরা ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় তথা উপাচার্যের ভূমিকার সমালোচনা করেছিলেন ৷ এমনকি পরিচালক গৌতম ঘোষ, চিত্রকর যোগেন চৌধুরী এবং শুভাপ্রসন্ন ভট্টাচার্য, সঙ্গীত শিল্পী কবীর সুমন প্রমুখ শান্তিনিকেতনে এসে প্রতিবাদ করেছিলেন ৷

অন্যদিকে, দেশ-বিদেশের 304 জন প্রখ্যাত শিক্ষাবিদের ভারতের রাষ্ট্রপতি তথা বিশ্বভারতীর পরিদর্শক দ্রৌপদী মুর্মুকে চিঠি দিয়ে অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়েছেন ৷ যাঁরা চিঠি দিয়েছিলেন তাঁদের মধ্যে ছিলেন অন্যতম দুই মার্কিন নোবেলজয়ী অর্থনীতিবিদ জোসেফ ইউনিজ স্টিগলিটজ এবং জর্জ আর্থার একারলফ ৷ প্রতিবাদ জানান, মার্কিন ভাষাবিজ্ঞানী নোম চমস্কি ৷ সেই তালিকায় ছিলেন বিশ্ব ব্যাঙ্কের প্রাক্তন প্রধান তথা ভারত সরকারের প্রাক্তন অর্থনৈতিক উপদেষ্টা কৌশিক বসুও ৷

ABOUT THE AUTHOR

...view details