পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বঙ্গজননীর পালটা VHP-র দুর্গা বাহিনী - vishwa hindu parishad

বঙ্গজননী বাহিনীর পালটা দুর্গা বাহিনী তৈরি করল বিশ্ব হিন্দু পরিষদ (VHP) ।

ফাইল ফোটো

By

Published : Jun 2, 2019, 10:23 PM IST

কলকাতা, 2 জুন : তৃণমূলের বঙ্গজননী বাহিনীর পালটা দুর্গা বাহিনী তৈরি করল বিশ্ব হিন্দু পরিষদ (VHP) । 20 হাজার মহিলাকে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে তারা । দক্ষিণবঙ্গের সবকটি সাংগঠনিক জেলায় এই প্রশিক্ষণ চলবে ।

30 মে নৈহাটি পৌরসভার সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে RSS-র পালটা জয়হিন্দু ও বঙ্গজননী বাহিনী তৈরির কথা ঘোষণা করেন । আজ বিশ্ব হিন্দু পরিষদের তরফে বঙ্গজননীর পালটা বাহিনী তৈরির কথা জানানো হয় । মূলত গ্রাম বাংলায় এই বাহিনী গরিব মহিলাদের জন্য কাজ করবে । বাল্যবিবাহ, কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করতে তাদের দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ । এছাড়া হিন্দুত্ববাদী আর্দশের ভাবধারা জাগ্রত করা হবে ।

31 মে থেকে কৃষ্ণনগরে শুরু হয়েছে দুর্গা বাহিনীর প্রশিক্ষণ শিবির । চলবে 5 জুন পর্যন্ত । শিবিরে 170 জনকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে । উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিতে এই প্রশিক্ষণ দেওয়া হবে । দক্ষিণবঙ্গের 30টি সাংগঠনিক জেলা থেকে বাছাই করে সদস্যদের নাম পাঠিয়েছে জেলা কমিটি । তারই ভিত্তিতে চলবে এই প্রশিক্ষণ ।


কী কী থাকছে দুর্গা বাহিনীর প্রশিক্ষণে ?

বৌদ্ধিক বিকাশের জন্য থাকছে যোগাসন, প্রাণায়ম । আত্মরক্ষার জন্য ক্যারাটে, জুডো শেখানো হচ্ছে । শিবিরের শেষদিনে উপস্থিত থাকবেন বিশ্ব হিন্দু পরিষদের পূর্বাঞ্চলীয় নেতৃত্ব।

বিশ্ব হিন্দু পরিষদের সাংগঠনিক সম্পাদক (পূর্বাঞ্চল) সচিন্দ্রনাথ সিং বলেন, "বাংলায় ক্রমেই শক্তিশালী হচ্ছে দুর্গা বাহিনী । বয়সের বিচারে এই বাহিনীর দু'টি নাম দেওয়া হয়েছে । 18 থেকে 30 বছরের মধ্যে যাদের বয়স, তাঁরা দুর্গা বাহিনীর সদস্য হতে পারেন । 30 বছরের উপরে যাদের বয়স, তাঁদের জন্য মাতৃশক্তি বাহিনী ।" তিনি আরও বলেন, "দুর্গা বাহিনীর সদস্যদের এয়ারগান চালানোর প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details