কলকাতা, 3 সেপ্টেম্বর: পূর্ব রেলে টিকিটের মূল্য ও প্রদত্ত ছাড় সংক্রান্ত পদ্ধতিতে কোনও পরিবর্তন করা হয়নি ৷ এছাড়া এই সংক্রান্ত যে নির্দেশিকা বিভিন্ন সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে তা পুরোটাই ভুয়ো ৷ বিজ্ঞপ্তি জারি করে জানালেন পূর্ব রেলের মুখ্য সংযোগ আধিকারিক কৌশিক মিত্র।
সম্প্রতি, ট্রেন টিকিটের দাম সংক্রান্ত একটি সার্কুলার বা নির্দেশিকা স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ৷ যা নিয়ে অবশেষে নড়েচড়ে বসেছে পূর্ব রেল ৷ এই বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক করে পূর্ব রেলের মুখ্য সংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, "এই সংক্রান্ত বিষয়টি আমাদের নজরে এসেছে। সোশ্যাল মিডিয়া-সহ একাধিক সূত্র থেকে প্রাপ্ত এই ভুয়ো নির্দেশিকা নিয়ে সাধারণ মানুষ আমাদের জিজ্ঞাসাও করছেন। প্রবীণ নাগরিক, কিষাণ, যুবক, শিল্পী ও ক্রীড়া ব্যক্তিত্ব, চিকিৎসক-সহ পেশাদার বিভিন্ন শ্রেণীর লোকেদের জন্য রেল যাত্রার ভাড়া ছাড়ের সম্প্রসারণ সম্পর্কে সোশ্যাল মিডিয়া-সহ বিভিন্ন জায়গায় যে খবর ছড়িয়েছে তা সম্পূর্ন ভুয়ো।"