পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ER on Fake Ticket Prices Post: টিকিটের দাম সংক্রান্ত ভাইরাল নির্দেশিকা ভুয়ো, সতর্ক করল পূর্ব রেল - পূর্ব রেলের মুখ্য সংযোগ আধিকারিক

পূর্ব রেলে টিকিটের দামে পরিবর্তন ও ছাড় সংক্রান্ত মিথ্যা নির্দেশিকা নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করল রেল। এই সংক্রান্ত যে নির্দেশিকা বিভিন্ন সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে তা পুরোটাই ভুয়ো বলেই জানাল পূর্ব রেলের মুখ্য সংযোগ আধিকারিক কৌশিক মিত্র।

Etv Bharat
ভাইরাল নির্দেশিকা ভুয়ো, সতর্ক করল পূর্ব রেল

By ETV Bharat Bangla Team

Published : Sep 3, 2023, 10:49 PM IST

কলকাতা, 3 সেপ্টেম্বর: পূর্ব রেলে টিকিটের মূল্য ও প্রদত্ত ছাড় সংক্রান্ত পদ্ধতিতে কোনও পরিবর্তন করা হয়নি ৷ এছাড়া এই সংক্রান্ত যে নির্দেশিকা বিভিন্ন সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে তা পুরোটাই ভুয়ো ৷ বিজ্ঞপ্তি জারি করে জানালেন পূর্ব রেলের মুখ্য সংযোগ আধিকারিক কৌশিক মিত্র।

সম্প্রতি, ট্রেন টিকিটের দাম সংক্রান্ত একটি সার্কুলার বা নির্দেশিকা স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ৷ যা নিয়ে অবশেষে নড়েচড়ে বসেছে পূর্ব রেল ৷ এই বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক করে পূর্ব রেলের মুখ্য সংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, "এই সংক্রান্ত বিষয়টি আমাদের নজরে এসেছে। সোশ্যাল মিডিয়া-সহ একাধিক সূত্র থেকে প্রাপ্ত এই ভুয়ো নির্দেশিকা নিয়ে সাধারণ মানুষ আমাদের জিজ্ঞাসাও করছেন। প্রবীণ নাগরিক, কিষাণ, যুবক, শিল্পী ও ক্রীড়া ব্যক্তিত্ব, চিকিৎসক-সহ পেশাদার বিভিন্ন শ্রেণীর লোকেদের জন্য রেল যাত্রার ভাড়া ছাড়ের সম্প্রসারণ সম্পর্কে সোশ্যাল মিডিয়া-সহ বিভিন্ন জায়গায় যে খবর ছড়িয়েছে তা সম্পূর্ন ভুয়ো।"

একইসঙ্গে তিনি স্পষ্টতই জানান, এখনও পর্যন্ত পূর্ব রেলের পক্ষ থেকে এরকম কোনও সার্কুলার জারি করা হয়নি। এছাড়াও যাত্রী ভাড়া ছাড়ের বর্তমান নীতিতে কোনও পরিবর্তন করা হয়নি বলেও জানান পূর্ব রেলের মুখ্য সংযোগ আধিকারিক।

আরও পড়ুন: চলন্ত ট্রেনে ধর্ষণ! নিরাপত্তা সুনিশ্চিত করার আশ্বাস জিআরপির

পাশাপাশি তিনি আরও বলেন, "সমস্ত শ্রেণীর রেল যাত্রীদের জন্য কোনও ছাড়ের ব্যবস্থা করা হয়নি। শুধুমাত্র ছাত্র, বিশেষভাবে সক্ষম এবং ক্যান্সার রোগীদের ক্ষেত্রে যে ব্যবস্থা ইউটিএস এবং পিআরএস টিকিটের যে নির্দিষ্ট বিভাগ রয়েছে তা ছাড়া আর নতুন করে কিছু রেলের তরফে জারি করা হয়নি।" পূর্ব রেলের পক্ষ থেকে এই ধরনের জাল ও মিথ্যা নির্দেশিকাতে সাধারণ মানুষকে মনোযোগ না-দেওয়ার জন্যও অনুরোধ করা হয়েছে। সেইসঙ্গে, এই ধরনের সার্কুলার যাতে বেশি না-ছড়ায় সে বিষয়েও সাধারণ মানুষকে সচেতন থাকতে রেলের তরফে অনুরোধ করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details