পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Viral Audio of Saumitra khan : "রাজ্যে লোকসভায় মাত্র তিনটি আসন পাবে বিজেপি", ভাইরাল সৌমিত্রর অডিয়ো ক্লিপ - ভাইরাল সৌমিত্র খাঁ'র অডিয়ো ক্লিপ

ভাইরাল অডিয়ো টেপে সৌমিত্র খাঁকে বলতে শোনা গিয়েছে, "2024 সালের লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপি মাত্র 3টি আসনে জয়লাভ করবে । তৃণমূল 39টি আসন পাবে । শুভেন্দু অধিকারী একটা সিটও জিতবে না পূর্ব মেদিনীপুরে ।"

Viral Audio of Saumitra khan
"রাজ্যে লোকসভায় মাত্র তিনটি আসন পাবে বিজেপি", ভাইরাল সৌমিত্রর অডিয়ো ক্লিপ

By

Published : Nov 20, 2021, 9:22 PM IST

কলকাতা, 20 নভেম্বর :বিধানসভা নির্বাচনে শোচনীয় ফলের পর বর্তমানে টালমাটাল দশা রাজ্য বিজেপিতে ৷ বাবুল সুপ্রিয়, রাজীব বন্দ্য়োপাধ্যায়, সব্বসাচী দত্তের মতো নেতারা গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে নাম লিখিয়েছেন ৷ দলের রাজ্য সভাপতির পদ থেকে দিলীপ ঘোষকে সরিয়ে সুকান্ত মজুমদারকে বসালেও বন্ধ হয়নি দলীয় কোন্দল ৷ তথাগত রায়ের মতো বিজেপি (BJP) নেতারা প্রকাশ্যেই রাজ্য নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন ৷ বঙ্গ বিজেপির এই যখন অবস্থা তখন তাতে নয়া মাত্রা যোগ করল শনিবার ভাইরাল হওয়া একটি অডিয়ো টেপ (Viral Audio Tape) ৷ ভাইরাল এই অডিয়ো টেপে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra khan)-এর গলা শোনা গিয়েছে ৷ যদিও ইটিভি ভারত এই অডিয়োর সত্যতা যাচাই করেনি ৷

এই অডিও টেপে শোনা যাচ্ছে সৌমিত্র বলছেন, "রাজ্যে লোকসভায় তিনটি আসন পাবে বিজেপি, পূর্ব মেদিনীপুরে শুভেন্দু একটা সিটও জিতবে না৷ দিলীপ ঘোষ নিজের বুথে, নিজের পঞ্চায়েতে হেরেছেন৷ শুধু বড় বড় কথা৷", এই অডিয়ো টেপে 2 জনের কথোপকথন শোনা গিয়েছে যাঁদের মধে একজনের গলা সৌমিত্র খাঁয়ের বলেই মনে করা হচ্ছে ৷ এখানেই থামেননি বিষ্ণুপুরের বিজেপি সাংসদ৷ তিনি বলেছেন, "বাংলার রাজনীতিতে হিন্দুদের মধ্যেও ভাগ করে দিচ্ছে, রাজবংশী, আদিবাসী৷ বাংলার রাজনীতিতে এভাবে হয় নাকি! "

"রাজ্যে লোকসভায় মাত্র তিনটি আসন পাবে বিজেপি", ভাইরাল সৌমিত্রর অডিয়ো ক্লিপ

আরও পড়ুন : Sukanta Majumder on SSC : স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে দুর্নীতি, ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়াল বঙ্গ বিজেপি

রাজ্য থেকে কেন্দ্রে নরেন্দ্র মোদি মন্ত্রিসভায় যে চারজন বিজেপি সাংসদ প্রতিমন্ত্রী রয়েছেন সে প্রসঙ্গেও বলতে শোনা গিয়েছে সৌমিত্র খাঁ'কে ৷ বলেছেন, "যে চারজন মন্ত্রী হল তাদের মধ্যে শান্তনু ঠাকুর বাদ দিয়ে কেউ কাজে লাগবে না ৷ নিশীথ প্রামাণিক মন্ত্রী হয়েছে এতে পার্টির কোনও ছেলে উপকৃত হবে না৷ আমি লড়াই করছি, 50 শতাংশ জেতার সম্ভাবনা আছে৷ বিজেপি আর জিততে পারে দার্জিলিং, উত্তরবঙ্গে আর দু-একটা জিততে পারে ৷ আমি 2024 পর্যন্ত নিজের কেন্দ্রের বাইরে বেরবো না ৷"

সৌমিত্র খাঁ'র এই অডিয়ো টেপ প্রসঙ্গে রাজ্য বিজেপি নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া মেলেনি ৷ এই বিষয়ে সাংসদ সৌমিত্র খাঁ'র প্রতিক্রিয়া নেওয়ার জন্য ফোন করা হলেও তিনি ফোন ধরেননি৷

ABOUT THE AUTHOR

...view details