কলকাতা, 3 ডিসেম্বর : দেশজুড়ে হিংসায় মদত দেওয়ার অভিযোগ । মূলত নাগরিকত্ব সংশোধনী আইন প্রতিবাদের সময় দেশের বিভিন্ন প্রান্তে হিংসা ছড়াতে আর্থিক মদত দেওয়া হয়েছিল । সেই অভিযোগকে কেন্দ্র করে রাজ্যজুড়ে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া(পিএফআই)-এর কলকাতা এবং মুর্শিদাবাদের অফিসে তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) । এই অফিসগুলোতে তল্লাশি চালিয়ে বেশকিছু নথি বাজেয়াপ্ত করেছে তদন্তকারীরা ।
আজ সকাল থেকে মুর্শিদাবাদে তিন জায়গায় এবং কলকাতার একটি জায়গায় চলে তল্লাশি । কলকাতার 58/সি তিলজলা রোডে তল্লাশি চালানো হয় । চারটি দলে ভাগ হয়ে মোট 30 জন আধিকারিক এই তল্লাশি অভিযানে অংশ নেয় । অভিযোগ, নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় দেশজোড়া আন্দোলনে আর্থিক সাহায্য দিয়েছে পিএফআই । এই কারণেই এর আগে দেশের অন্য প্রান্তেও তল্লাশি চালানো হয় । সেই তল্লাশিতে উঠে আসে প্রায় 100 কোটি টাকা যা হিংসা ছড়াতে সাহায্য করেছে ফ্রন্ট ।