পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP কর্মীদের উপর ছাদ থেকে বোমা ছোড়ার অভিযোগ ওড়াল হাওড়া পুলিশ - BJP-র নবান্ন অভিযান আগ্নেয়াস্ত্র উদ্ধার

BJP নেতা কৈলাস বিজয়বর্গীয় টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেন । তা পোস্ট করে তিনি লেখেন, BJP-র আন্দোলনের সময় কলকাতা পুলিশ তৃণমূলের গুন্ডাদের মতো ব্যবহার করেছে । এবং BJP কার্যকর্তাদের উপর ছাদ থেকে বোমা ছোড়ে ।

BJP-র নবান্ন অভিযান
BJP-র নবান্ন অভিযান

By

Published : Oct 9, 2020, 8:58 PM IST

Updated : Oct 28, 2020, 12:52 PM IST

কলকাতা, 9 অক্টোবর : যুব মোর্চার নবান্ন অভিযান ঘিরে গতকাল উত্তপ্ত হয়ে ওঠে কলকাতা, হাওড়ার একাধিক এলাকা । জায়গায় জায়গায় BJP কর্মী-সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের । লাঠিচার্জের পাশাপাশি কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ । ব্যবহার করা হয় জল কামান । শুধু তাই নয় পুলিশ বোমাও ছুড়েছে বলে গতকাল টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করে দাবি করেন কৈলাস বিজবর্গীয় । আজ একটি টুইট করে সেই দাবি ওড়াল হাওড়া পুলিশ ।

BJP নেতা কৈলাস বিজয়বর্গীয় টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেন । তা পোস্ট করে তিনি লেখেন, BJP-র আন্দোলনের সময় কলকাতা পুলিশ তৃণমূলের গুন্ডাদের মতো ব্যবহার করেছে । এবং BJP কার্যকর্তাদের উপর ছাদ থেকে বোমা ছোড়ে ।

যদিও বহুতলের ছাদ থেকে বোমাবাজির অভিযোগ উড়িয়ে দিয়েছে হাওড়া পুলিশ । তাদের তরফে জানানো হয়, পুলিশ শুধুমাত্র ব্যারিকেড ভাঙতে যাওয়া BJP কর্মীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে । এর পাশাপাশি সেই সময় ছাদে উপস্থিত এক বেসরকারি সংবাদমাধ্যমের সাংবাদিকের টুইটকেও তুলে ধরা হয় হাওড়া পুলিশের তরফে । যেখানে ওই সাংবাদিক দাবি করেছেন, যে পুলিশের তরফে টিয়ার গ্যাসের সেল ফাটানো হচ্ছিল ৷

অভিযোগ উড়িয়ে দিয়ে হাওড়া পুলিশের টুইট

BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষও বলেন, ‘‘ আমাদের কেউ না কেউ ওই ভিডিয়োটি পাঠিয়েছে ৷ হাওড়ারই ভিডিয়ো ওটি ৷ এবং বোমা ছোড়া হয়েছে, লোক আহত হয়েছে তা নিশ্চিত ৷ বোমের আঘাতে আমাদের অনেক কর্মী আহত হয়েছেন ৷’’

গতকাল যুব মোর্চার নবান্ন অভিযান শুরু হওয়ার আগে বিভিন্ন প্রান্ত থেকে আসা কর্মী-সমর্থকদের বাস আটকাতে শুরু করে পুলিশ । রাস্তা বন্ধ করে দেওয়া হয় । শুরুতেই হুগলির ডানকুনিতে লাঠিচার্জ করা হয় । ছত্রভঙ্গ করা হয় BJP কর্মী-সমর্থকদের ।

কৈলাস বিজয়বর্গীয়র টুইট করা ভিডিয়ো

হাওড়া ময়দানে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান BJP কর্মীরা । পুলিশকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টি । রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা । অন্যদিকে , কলকাতার হেস্টিংস মোড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে । BJP-র মিছিল এগোতেই লাঠিচার্জ করে পুলিশ । শুরু হয় ইটবৃষ্টি । পুলিশি বাধার মুখে পড়ে হেস্টিংস মোড়ে বসে পড়েন কৈলাস বিজয়বর্গীয়, লকেট চট্টোপাধ্যায়-সহ অন্যরা ।

Last Updated : Oct 28, 2020, 12:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details