কলকাত, 3 সেপ্টেম্বর: কলকাতা এই নামটা বলতেই চোখের সামনে ছবির মত ভেসে ওঠে টুকরো টুকরো কিছু ছবির কোলাজ (Nature Walk and Heritage Walk Inside Victoria Memorial Hall) । সেই কোলাজের একটা টুকরো হল ভিক্টোরিয়া মেমোরিয়াল হল (Victoria Memorial Hall) । এই ভবনের ভেতরে যেমন রয়েছে একটি জাতীয় সংগ্রহশালা । সংগ্রহশালার অন্দরে রয়েছে বহু দুর্মূল্য সামগ্রী । ঠিক একইভাবে ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরের বাগানগুলি নেহাতই মামুলি নয় । এই বাগানগুলিতে রয়েছে একাধিক দুষ্প্রাপ্য গাছগাছালি । তাই এই ভবন এবং উদ্যান ঘুরে দেখাতে রয়েছে বিনামূল্যে টুর গাইডের ব্যবস্থা । তবে নেচার ট্রেল বা নেচার টুর ব্যবস্থাটি সম্প্রতি চালু করেছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কর্তৃপক্ষ ।
ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঘুরতে গেলে পর্যটকরা আগাগোড়া শ্বেত পাথরের তৈরি এই স্মৃতিসৌধ দেখে আশ্চর্য হয়ে যান । তবে এই খবরও হয়তো অনেকেই রাখেন না যে, ভিক্টোরিয়ার উদ্যানটিতে রয়েছে একাধিক দুষ্প্রাপ্য সব ফুল-ফলের গাছ । এক কথায় প্রকৃতি প্রেমীদের পরিবেশকে চেনার একটি আদর্শ জায়গা । তাই সাধারণ মানুষকে এখানকার বনানী সম্পর্কে জানান দিতে সম্প্রতি চালু হয়েছে 'নেচার টুর (Nature-tour)' ।
আরও পড়ুন:শতবর্ষ আগে সাধারণের জন্য খুলেছিল ভিক্টোরিয়ার দরজা
গতবছরই ভিক্টোরিয়া মেমোরিয়াল 100 বছরে পদার্পণ করেছে । তাই সাধারণ মানুষের মধ্যে এই জায়গাটিকে আরও জনপ্রিয় এবং আকর্ষণীয় পর্যটন কেন্দ্র করে তুলতে একাধিক পদক্ষেপ করা হয়েছে কর্তৃপক্ষের তরফে । ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের কিউরেটর ডক্টর জয়ন্ত সেনগুপ্ত বলেন, "ভিক্টোরিয়া মেমোরিয়ালে এমন অনেক কিছুই আছে যা অন্যা জাদুঘরে হয়তো নেই । আমরা চাই এখানকার উদ্যান সম্বন্ধেও সাধারণ মানুষ বিশেষ করে প্রকৃতি প্রেমীরা জানুন । কারণ এখানে অনেক ধরনের গাছ পালা রয়েছে ।"