কলকাতা : একজন জলজ্যান্ত, সুস্থ মানুষকে "মেরে" দিল সোশাল মিডিয়া । সেই ব্যক্তি আর কেউ নন, প্রখ্যাত অভিনেতা ভিক্টর ব্যানার্জি । যেখানে ভিক্টর ব্যানার্জি ব্যস্ত তাঁর শুটিংয়ের কাজে, সেখানে এই ভুয়ো খবরে চাঞ্চল্য ছড়াল টলিউড ইন্ডাস্ট্রিতে । ভিক্টর ব্যানার্জি নাকি নেই । তিনি নাকি মারা গেছেন ।
খবরটা সোশাল মিডিয়ায় শেয়ার হওয়ার পরপরই ভাইরাল হয়ে যায় । প্রত্যেকেই কমেন্টে লিখতে শুরু করে দেন অভিনেতা সম্পর্কে নানা কথা । লিখতে থাকেন রেস্ট ইন পিস (RIP) ।
এদিকে চলচ্চিত্র জগৎ তখনও ধোঁয়াশায় । তাহলে কি সত্যি চলে গেলেন এই প্রখ্যাত প্রতিভাবান অভিনেতা যিনি একই সঙ্গে টলিউড, বলিউড ও হলিউডে নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন ? কিন্তু দুপুরের দিকে জানা গেল পুরোটাই গুজব । ভিক্টর ব্যানার্জি সুস্থ আছেন । ব্যস্ত রয়েছেন শুটিংয়ে ।
এই সংক্রান্ত খবর : আমার মৃত্যুর ভুয়ো খবর আমাকে জনপ্রিয় করেছে : ভিক্টর
ফেসবুকে পোস্ট হওয়া খবরগুলোর একটিতে কমেন্ট করে সেই কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ভিক্টর ব্যানার্জির মেয়ে কেয়া ব্যানার্জি পণ্ডিত । তিনি কমেন্টে লিখেছেন, "এটা সম্পূর্ণ মিথ্যা খবর । আমার বাবা ভালো আছেন । সুস্থ আছেন ।"
ভিক্টর ব্যানার্জির মেয়ে কেয়া ব্যানার্জি পণ্ডিতের কমেন্ট ভিক্টর ব্যানার্জির মৃত্যুর ভুয়ো খবর যারা সোশাল মিডিয়ায় দিয়েছিলেন তাঁদের মধ্যে একজন জলপাইগুড়ি হাই স্কুলের প্রধান শিক্ষক সন্দীপ গুন । ETV ভারতের পক্ষ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করে খবরটি ভুয়ো জানানোর পর তিনি বলেন, "আমি ফেসবুকে পোস্ট দেখলাম তিনি মারা গেছেন । দেখে খারাপ লাগায় আমিও ফেসবুকে তাঁর ছবি দিয়ে পোস্ট করি । আমি এখনই ডিলিট করে দিচ্ছি আমার পোস্ট। সঠিক খবরটা আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ ।" এরপরই তিনি পোস্টটি ফেসবুক থেকে ডিলিট করে দেন ।