পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jadavpur and presidency University : যাদবপুরে ক্যাম্পাস পরিদর্শনে উপাচার্য, প্রেসিডেন্সিতে উঠল অবস্থান বিক্ষোভ - কলকাতা

পুজোর পরে ক্লাস শুরু হতে পারে রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে ৷ ক্লাস শুরুর দাবিতে 9 দফা দাবি নিয়ে বিক্ষোভে সামিল হয়েছিল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ৷ গতকাল কর্তৃপক্ষ তাঁদের দাবি মেনে নিলে, তা তুলে নেওয়া হয় ৷

বিক্ষোভে ছাত্রছাত্রীরা
বিক্ষোভে ছাত্রছাত্রীরা

By

Published : Sep 11, 2021, 9:23 AM IST

কলকাতা, 11 সেপ্টেম্বর : পুজোর পর ক্লাস শুরু হওয়ার কথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ৷ এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি খতিয়ে দেখতে আসেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস ৷ গতকাল ক্লাসরুম ও ক্যাম্পাস পরিদর্শন করেন তিনি ।

কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে পুজোর ছুটির পর পুনরায় ক্লাস শুরুর প্রস্তুতি কেন এখনও নেওয়া হচ্ছে না, বেশ কিছু দিন ধরে তা নিয়ে বিক্ষোভে সরব হয়েছেন পড়ুয়ারা । এ নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন যাদবপুর ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা । ইচ্ছুক ছাত্রছাত্রীদের ভ্যাকসিনেশন করিয়ে ফের ক্লাস শুরুর দাবিও জানিয়েছেন তাঁরা ৷

এ প্রসঙ্গে সুরঞ্জন দাস বলেন, "ক্লাস চালু করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার । তবে সরকারি নির্দেশানুসারে পুনরায় ক্লাস চালু করার প্রস্তুতি শুরু করা হয়েছে । ক্যাম্পাস, ক্লাসরুম, ল্যাবরেটরিগুলির পরিস্থিতি খতিয়ে দেখা চলছে ।"

জানা গিয়েছে যে, পড়ুয়াদের ভ্যাকসিন দেওয়ার বিষয়ে সরকারের কাছে আবেদন জানিয়েছে কর্তৃপক্ষ । ইতিমধ্যে কতজন ছাত্রছাত্রী ভ্যাকসিন নিয়েছেন, তার তালিকাও তৈরি করা হচ্ছে । পাশাপাশি কতজন এখনও ভ্যাকসিন নেননি, সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।

আরও পড়ুন : NIRF 2021: দেশের সেরা তালিকায় বিশ্বভারতী 97 নম্বরে, নিন্দার ঝড় সর্বত্র

অন্যদিকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ক্লাস চালু করা নিয়ে যে অবস্থান বিক্ষোভ চলছিল, তা গতকাল তুলে নেওয়া হয় । প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে 9 দফা দাবি-দাওয়া নিয়ে একটানা 96 ঘণ্টার অবস্থান-আন্দোলন চলছিল, তার নিষ্পত্তি হল গতকাল । জানা গিয়েছে যে, কর্তৃপক্ষ পড়ুয়াদের দাবিগুলি মেনে নিয়েছে । ছাত্রছাত্রীদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । দ্রুত চালু হবে এই প্রক্রিয়া । লাইব্রেরির বই ইস্যুর ব্যাপারে ইতিমধ্যে নির্দেশিকা জারি হয়েছে । রিভিউ আর পুনরায় পরীক্ষা নেওয়ার বিষয়টিও শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ।

প্রায় দেড় বছর পর বিশ্ববিদ্যালয়ের আইডিকার্ড, চলতি শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীদের গ্রেড কার্ড ও ডিগ্রি সার্টিফিকেট ইস্যু করার বিষয়েও কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে । এই সব ব্যাপারে কর্তৃপক্ষের থেকে নিয়মিত আপডেট নেবে ছাত্র সংসদ এবং ক্যাম্পাস খোলার দাবিতে আন্দোলন জারি রাখার কথা জানিয়েছে এই ছাত্র সংগঠন ।

ABOUT THE AUTHOR

...view details