কলকাতা , 29 মে : কলেজ-বিশ্ববিদ্যালয় খোলা ও পরীক্ষা নেওয়ার ব্যাপারে আজ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, উপাচার্য পরিষদ এই বিষয়ে বৈঠক করছে ৷ বৈঠকে তারা সিদ্ধান্ত নিয়ে উচ্চশিক্ষা দপ্তরের কাছে যা সুপারিশ করবে সেই ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে । জানা গেছে , বৈঠকে উপাচার্য পরিষদ কোরোনা ভাইরাস ও আমফানকে সামনে রেখে 30 জুন পর্যন্ত কলেজ-বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ রাখার সুপারিশ করেছে ।
30 জুন পর্যন্ত কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধের সুপারিশ উপাচার্য পরিষদের - Colleges-Universities closed till 30 june
লের মতো রাজ্যের সব কলেজ-বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস 30 জুন পর্যন্ত বন্ধ রাখার সুপারিশ করা হয়েছে পরিষদের তরফ থেকে । বন্ধ রাখার সুপারিশের পিছনে দুটি কারণ দেখানো হয়েছে । প্রথমত, রাজ্যে ক্রমশই কোরোনা সংক্রমণের সংখ্যা বাড়ছে । দ্বিতীয়ত , ঘূর্ণিঝড় আমফানে রাজ্যের অনেক কলেজ-বিশ্ববিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে ।
আজ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় উচ্চশিক্ষা নিয়ে বলেন, "মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী যেসব বিশ্ববিদ্যালয়ে CBCS ব্যবস্থা আছে , তা নিয়ে সংশ্লিষ্ট কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলি যে নীতি রূপায়ণ করবে তাকে সামনে রেখেই আমরা এগিয়ে যাব । এ ব্যাপারে নির্দিষ্ট কোনও গাইডলাইন আমাদের কাছে নেই । আমি উপাচার্যদের সঙ্গে আগেই কথা বলেছি । কীভাবে পরীক্ষা হতে পারে , কোন পদ্ধতিতে পরীক্ষা হতে পারে , অভ্যন্তরীণ মূল্যায়নের অ্যাসাইনমেন্টের মতো বিষয়গুলি নিয়ে আজ উপাচার্য পরিষদ আলোচনায় বসেছে । আলোচনার পর তাদের থেকে পরামর্শ নেব । তারপর উচ্চশিক্ষা দপ্তরের সচিব এবং দপ্তরের অন্যান্য আধিকারিকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব । উপাচার্য পরিষদ যে রূপরেখা তৈরি করবে তা আমাদের কাছে এলে শিক্ষাদপ্তর সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে ।"
শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী , আজ বৈঠক শেষে উচ্চশিক্ষা দপ্তরে সুপারিশ পাঠায় রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে গঠিত উপাচার্য পরিষদ । জানা গেছে , স্কুলের মতো রাজ্যের সব কলেজ-বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস 30 জুন পর্যন্ত বন্ধ রাখার সুপারিশ করা হয়েছে পরিষদের তরফ থেকে । বন্ধ রাখার সুপারিশের পিছনে দুটি কারণ দেখানো হয়েছে । প্রথমত , রাজ্যে ক্রমশই কোরোনা সংক্রমণের সংখ্যা বাড়ছে । দ্বিতীয়ত , ঘূর্ণিঝড় আমফানে রাজ্যের অনেক কলেজ-বিশ্ববিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে । ফলে, এই সময়টা ক্যাম্পাস বন্ধ রাখাটাই উচিত বলে মত উপাচার্যদের । তবে, পড়ুয়াদের জন্য ক্যাম্পাস বন্ধ রাখার সুপারিশ করলেও , লকডাউন চলাকালীন সময়ের মতোই বিশ্ববিদ্যালয় প্রশাসনিক কার্যক্রম চালিয়ে যেতে পারবে বলে জানানো হয়েছে । পাশাপাশি , কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার সময় পরীক্ষার প্রস্তুতিও করতে পারবে বলে জানানো হয়েছে ।