কলকাতা, 3 এপ্রিল: রামনবমীর শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে বন্দুক কেন ? অশান্তি ছড়িয়ে পড়ার পর থেকেই এই প্রশ্ন তুলে তোপ দাগছে শাসক দল ৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার এই তত্ত্বে শান দিয়ে একটি ভিডিয়ো টুইট করেছিলেন ৷ যেখানে এক যুবকের হাতে বন্দুক দেখা গিয়েছিল ৷ সেই ভিডিয়োকেই এ বার মিথ্যে বলে দাবি করল বিশ্ব হিন্দু পরিষদ ৷ তারা পালটা একটি ভিডিয়ো টুইট করে দাবি করেছে যে, অভিষেকের টুইট করা ভিডিয়োটি আদৌ রামনবমীর মিছিলের নয় ৷
বিশ্ব হিন্দু পরিষদের পোস্ট করা সেই ভিডিয়ো টুইটারে পোস্ট করেছে বঙ্গ বিজেপি ৷ ক্যাপশনে লেখা হয়েছে, "হাওড়ার রামনবমী শোভাযাত্রার আয়োজক ভিএইচপি ফুটেজ প্রকাশ করেছে এবং তাদের অভিযোগ, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্ট করা ভিডিয়ো তাদের যাত্রার নয় । তিনি (অভিষেক) হিন্দুদের অপমান করছেন এবং ধর্মীয় ভিত্তিতে মানুষকে বিভক্ত করার জন্য তদন্ত হওয়া উচিত । এটি একটি ফৌজদারি অপরাধ ।"
গত শুক্রবার ভিডিয়োটি টুইটারে পোস্ট করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে দেখা যায় একটি মিছিলে অংশগ্রহণকারী যুবকের হাতে রয়েছে আগ্নেয়াস্ত্র ৷ সেই ভিডিয়োকে হাতিয়ার করে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন অভিষেক ৷ তিনি লেখেন, "বিজেপি'র দাঙ্গাবাজি ফর্মুলাকে ফের কাজে লাগানো হয়েছে ৷ বিভিন্ন সম্প্রদায়কে পরস্পরের বিরুদ্ধে উসকে দেওয়া, হিংসা ছড়াতে অস্ত্র সরবরাহ করা, ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক অশান্তি তৈরি করা ও এর রাজনৈতিক লাভ তোলা ৷ এটাই বিজেপি'র পুরনো অপবিত্র নীল নকশা ৷" সামাজিক মাধ্যমে অভিষেকের পোস্ট করা এই ভিডিয়োর সত্যতা কতটা সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি ৷
সোমবার ভিএইচপি সেই ভিডিয়োকে মিথ্যে বলে দাবি করে জানিয়েছে যে, ভিডিয়োতে দেখানো মিছিল আদৌ রামনবমীর নয় ৷ বন্দুকধারীর ভিডিয়োয় লেখা হয়েছে, "অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া এই ভিডিয়ো ভিএইচপি আয়োজিত রামনবমী যাত্রার আসল ভিডিয়ো নয় ৷" ফ্রেমের আর একপাশে একটি ভিডিয়ো রয়েছে ৷ সেখানে লেখা রয়েছে, "30 মার্চ ড্রোন ও ভিডিয়ো ক্যামেরাবন্দি ভিএইচপি-র যাত্রার আসল ফুটেজ এটি ৷ আপনারা স্পষ্টভাবে এই ফুটেজে আমাদের গাড়ি দেখতে পাবেন ৷"
আরও পড়ুন:আগ্নেয়াস্ত্র হাতে কেন রামনবমীর মিছিল ? ভিডিয়ো পোস্ট করে বিজেপিকে তোপ অভিষেকের