পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সংক্রমণ রুখতে রাজ্যের পশু হাসপাতালগুলিতে জীবাণুনাশক স্প্রে - প্রাণীসম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ

কোরোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দমকলের সাহায্যে প্রতিটি পশু স্বাস্থ্যকেন্দ্রে সোডিয়াম হাইপোক্লোরাইড,  পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সলিউশন স্প্রে করা হচ্ছে বলে জানালেন মন্ত্রী স্বপন দেবনাথ ।

করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে  সতর্ক রাজ্যের পশু হাসপাতালগুলো
করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে সতর্ক রাজ্যের পশু হাসপাতালগুলো

By

Published : Apr 6, 2020, 8:28 PM IST

কলকাতা, 6 এপ্রিল: পশুদের চিকিৎসার সময় যাতে কোনওভাবে সংক্রমণ না ছড়ায় সেদিকে মাথায় রেখে পদক্ষেপ করল রাজ্যের প্রাণীসম্পদ দপ্তর । রাজ্যের প্রতিটি সরকারি পশু হাসপাতালে জীবাণুনাশক স্প্রে করা হবে বলে জানানো হয়েছে ।

রাজ্যের পশু চিকিৎসা কেন্দ্রগুলি নিয়ে উদ্বিগ্ন প্রাণীসম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ । কোরোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দমকলের সাহায্যে প্রতিটি পশু স্বাস্থ্যকেন্দ্রে প্রতিদিন একবার করে সোডিয়াম হাইপোক্লোরাইড, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সলিউশন স্প্রে করা হবে বলে জানিয়েছেন তিনি । গোটা রাজ্যে স্টেট অ্যানিমেল হেলথ সেন্টার রয়েছে 110টি । ব্লক অ্যানিমেল হেলথ সেন্টার রয়েছে 342টি । এবং অ্যাডিশনাল ব্লক অ্যানিমেল হেলথ সেন্টার রয়েছে 271টি ।

কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে সাধারণ মানুষের যেমন সুরক্ষার প্রয়োজন তেমনই সুরক্ষা প্রয়োজন পশু হাসপাতালের স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকদেরও । তাই স্যানিটাইজ়ার, N-95 মাস্ক সহ পার্সোনাল প্রটেক্টেড ইকুইপমেন্ট রাখা হবে প্রতিটি পশু হাসপাতালে ।

এদিকে প্রতিটি পশু চিকিৎসা কেন্দ্র এবং হাসপাতাল স্বাভাবিক পরিষেবা দিচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী ।

ABOUT THE AUTHOR

...view details