কলকাতা, 18 জানুয়ারি :প্রয়াত প্রবীণ কার্টুন শিল্পী নারায়ণ দেবনাথ (Veteran Comics Artist Narayan Debnath passes away in Kolkata) ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 96 বছর ৷ মঙ্গলবার সকাল 10টা 15 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 'বাঁটুল দি গ্রেট'-এর স্রষ্টা ৷ 25 দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি ৷ মন্ত্রী অরূপ রায় এবং স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা গত বৃহস্পতিবার তাঁকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সেখান তাঁর শারীরিক পরিস্থিতির খোঁজখবর নেন ।
বার্ধক্যজনিত অসুস্থতার জেরে গত 24 ডিসেম্বর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছিলেন শিল্পী । গতকাল সন্ধেয় তাঁর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছিল । আজ সকালে আচমকা তাঁর অবনতি হতে শুরু করে । হাসপাতাল সূত্রে খবর, তিনি ভেন্টিলেশনে ছিলেন । তাঁর রক্তচাপ ওঠা-নামা করছিল । পাশাপাশি নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল । চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না প্রবীণ শিল্পী । বার্ধক্যজনিত সমস্যা ছাড়াও ইদানীং তাঁর শরীরে সেপ্টিসেমিয়ার লক্ষণও দেখা গিয়েছিল, খবর হাসপাতাল সূত্রে ৷ চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে না-ফেরার দেশে চলে যান কিংবদন্তি এই লেখক, কার্টুনিস্ট, কমিক শিল্পী ৷ পরিবারে রেখে গেলেন এক কন্যা, পুত্র এবং নাতি, নাতনিদের ৷
আরও পড়ুন : Padma Shri Narayan Debnath : হাসপাতালে পদ্মশ্রী সম্মান পেলেন বাঁটুল দি গ্রেটের স্রষ্টা নারায়ণ দেবনাথ
1925 সালের 25 নভেম্বর ব্রিটিশ শাসিত ভারতের হাওড়ায় জন্মগ্রহণ করেন নারায়ণ দেবনাথ ৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইন্ডিয়ান আর্ট কলেজে ভর্তি হন ৷ যদিও তা শেষ করতে পারেননি তিনি ৷ পরে বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থায় কাজ শুরু করেন ৷
তাঁর রেখা, লেখা বদলে দিয়েছিল শৈশব ৷ হাঁদা ভোঁদা (Handa Bhonda) শুরু হয়েছিল 1962 সাল থেকে ৷ যার বয়স পেরিয়েছে 50, এবার থামল হাঁদার জব্দ হওয়া ৷ এছাড়া নন্টে ফন্টে (Nonte Phonte) 1969-এ প্রথম কিশোর ভারতীতে প্রকাশিত হয় ৷ নন্টে, ফন্টে আর কেল্টুদা, বাঁটুল দি গ্রেট আজ একুশ শতকেও সমান জনপ্রিয় ৷