কলকাতা, 10 ফেব্রুয়ারি : সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরলেন বর্ষীয়ান কার্টুন শিল্পী নারায়ণ দেবনাথ ৷ আজ বেলায় হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় তাঁকে ৷ মূত্রনালীতে সংক্রমণের জন্য 29 জানুয়ারি দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় তাঁকে ৷ করোনা পরিস্থিতির মধ্যে নারায়ণবাবুকে হাসপাতালে ভরতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন চিকিৎসকরা। কিন্তু অবশেষে 12 দিনের মাথায় হাসপাতাল থেকে ছুটি পেলেন নারায়ণবাবু ৷ উল্লেখ্য, এবছরই পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন কিংবদন্তী কার্টুন শিল্পী নারায়ণ দেবনাথ।
বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন নারায়ণবাবু। 29 জানুয়ারি বেসরকারি এই হাসপাতালে ভরতি করানো হয় ৷ কোভিড পরিস্থিতির কারণে তাঁকে হাসপাতালে ভরতি করানোর আগে বাড়িতেই তাঁর করোনা পরীক্ষা করানো হয়। টেস্টের রিপোর্টে নেগেটিভ আসার পরই তাঁকে হাসপাতালে ভরতি করা হয় ৷ হাসপাতাল সূত্রে খবর, মূত্রনালীতে সংক্রমণের পাশাপাশি শারীরিক দুর্বলতা, কোষ্ঠকাঠিন্য, ফুসফুসে সংক্রমণ, ইউরিন আউটপুট বন্ধ হয়ে থাকার মতো সমস্যা ছিল তাঁর।