পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নারায়ণ দেবনাথ - কার্টুন শিল্পী নারায়ণ দেবনাথ

বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন নারায়ণবাবু। করোনা পরিস্থিতির মধ্যে 96 বছর বয়সি এই কার্টুন শিল্পীকে 29 জানুয়ারি দক্ষিণ কলকাতায় মিন্টোপার্কে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে ভরতি করানো হয় ৷

কলকাতা
কলকাতা

By

Published : Feb 10, 2021, 9:34 PM IST

কলকাতা, 10 ফেব্রুয়ারি : সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরলেন বর্ষীয়ান কার্টুন শিল্পী নারায়ণ দেবনাথ ৷ আজ বেলায় হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় তাঁকে ৷ মূত্রনালীতে সংক্রমণের জন্য 29 জানুয়ারি দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় তাঁকে ৷ করোনা পরিস্থিতির মধ্যে নারায়ণবাবুকে হাসপাতালে ভরতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন চিকিৎসকরা। কিন্তু অবশেষে 12 দিনের মাথায় হাসপাতাল থেকে ছুটি পেলেন নারায়ণবাবু ৷ উল্লেখ্য, এবছরই পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন কিংবদন্তী কার্টুন শিল্পী নারায়ণ দেবনাথ।

বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন নারায়ণবাবু। 29 জানুয়ারি বেসরকারি এই হাসপাতালে ভরতি করানো হয় ৷ কোভিড পরিস্থিতির কারণে তাঁকে হাসপাতালে ভরতি করানোর আগে বাড়িতেই তাঁর করোনা পরীক্ষা করানো হয়। টেস্টের রিপোর্টে নেগেটিভ আসার পরই তাঁকে হাসপাতালে ভরতি করা হয় ৷ হাসপাতাল সূত্রে খবর, মূত্রনালীতে সংক্রমণের পাশাপাশি শারীরিক দুর্বলতা, কোষ্ঠকাঠিন্য, ফুসফুসে সংক্রমণ, ইউরিন আউটপুট বন্ধ হয়ে থাকার মতো সমস্যা ছিল তাঁর।

আরও পড়ুন : নারায়ণ দেবনাথকে দেখতে হাসপাতালে সস্ত্রীক রাজ্যপাল, "বাঁটুল" এঁকে দিলেন শিল্পী

অবশেষে, আজ দক্ষিণ কলকাতার বেসরকারি ওই হাসপাতাল থেকে বাড়িতে ফিরলেন কার্টুন শিল্পী নারায়ণ দেবনাথ। শিল্পীর শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসক সমরজিৎ নস্কর বলেন, "বয়স অনুপাতে অনেক ভালো আছেন নারায়ণ দেবনাথ। তবে, এখনও তাঁর একটু শারীরিক দুর্বলতা রয়েছে।"

ABOUT THE AUTHOR

...view details