কলকাতা, 14 এপ্রিল : করোনা আক্রান্ত কবি শঙ্খ ঘোষ । বাড়িতেই রয়েছেন তিনি ৷ তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গিয়েছে । কবির পরিবার সূত্রে খবর, বুধবার শঙ্খ ঘোষের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে ৷ বাড়িতেই তাঁর চিকিৎসা চলছে ।
এমনিতে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন কবি ৷ গত বছরের জানুয়ারিতে শ্বাসনালির সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৷ কিছুদিন আগে শঙ্খবাবুর জ্বর এসেছিল ৷ সন্দেহ হওয়ায় চিকিৎসকের পরামর্শ মতো করোনা টেস্ট করানো হয় ৷ টেস্টের রিপোর্ট পজিটিভ আসে ৷ আপাতত বাড়িতেই তাঁর চিকিৎসা চলছে ৷ বর্তমানে জ্বর না থাকলেও প্রবীণ কবির শরীর ভীষণ দুর্বল ৷ 89 বছরের শঙ্খ ঘোষের করোনা আক্রান্ত হওয়ার খবরে উদ্বেগে তাঁর অনুরাগীরা ৷ সোশাল মিডিয়ায় তাঁর সুস্থতা কামনা করেছেন অনুরাগীরা ৷