কলকাতা , 28 এপ্রিল : কোভিডে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বর্ষীয়ান সাহিত্যিক অনীশ দেব । বয়স হয়েছিল 70 বছর । বাংলার অন্যতম জনপ্রিয় কল্পবিজ্ঞান বিষয়ক লেখক ছিলেন তিনি । কোভিড আক্রান্ত হওয়ার পরে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন । পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয় । মঙ্গলবার তাঁকে রক্তও দেওয়া হয় । তবে, শেষরক্ষা হল না । বুধবার রাত আড়াইটা নাগাদ প্রয়াত হন তিনি ।
সাহিত্যিক অনীশ দেব 1951 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন । তাঁর লেখা জনপ্রিয় গ্রন্থগুলির মধ্যে অন্যতম বিজ্ঞানের হরেকরকম, হাতে কলমে কম্পিউটার, বিজ্ঞানের দশদিগন্ত । 2019 সালে কিশোর সাহিত্যে জীবনব্যাপী অবদানের জন্য পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যাসাগর পুরস্কারে সম্মানিত হন তিনি। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বাংলার সাহিত্য মহল ।