কলকাতা, 18 নভেম্বর : কলকাতা এবং হাওড়ার পর ধাপে ধাপে সমস্ত পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে ৷ বুধবার মধ্যমগ্রামের প্রশাসনিক বৈঠক থেকে এই বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পৌরভোটের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে তালিকায় বয়স্ক ও অসুস্থ কাউন্সিলরদের আর রাখা হবে না বলে তৃণমূল সূত্রে খবর ।
দক্ষিণ কলকাতায় দলের বিজয়া সম্মিলনীতে পৌরভোটের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে ব্যাপক রদবদল করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী ৷ কড়া বার্তা দিয়ে জানিয়েছিলেন, এক্ষেত্রে ইচ্ছাপূরণ না হলে জেহাদ করা চলবে না । এক্ষেত্রে অন্তর্ঘাত করার চেষ্টা করা হলে রেওয়াত করবে না দল ।
তৃণমূল কংগ্রেসের নির্বাচনী বিষয়গুলি এই মুহূর্তে নজরে রাখছে প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক । সেখানে প্রার্থী হিসেবে তারা চাইছে অপেক্ষাকৃত যুব মুখ ৷ যাঁদের যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে এবং যাঁরা সরকারি প্রকল্প থেকে মানুষের কাজে সব সময় সামনের সারিতে থাকবেন ।
আরও পড়ুন :West Bengal Assembly : সিবিআই-ইডির বিরুদ্ধে বিধানসভায় স্বাধিকার ভঙ্গের প্রস্তাব তৃণমূলের
তৃণমূল সূত্রে খবর, এ বারের পৌরভোটে বয়স্ক ও অসুস্থদের টিকিট না দেওয়ার সুপারিশ করেছে পিকে-র সংস্থা । বয়সে কম, কর্মঠ কাউকে টিকিট দিয়ে পৌরভোটের রণাঙ্গনে নামানোর সুপারিশ করেছে তারা । বয়স্ক এবং অসুস্থ কাউন্সিলরদের তুলনায় নতুন প্রার্থী অনেক বেশি স্থানীয় মানুষের কাছে গ্রহণযোগ্য হবেন বলেই ওই প্রস্তাবে দাবি করা হয়েছে । ফলে এবারের পৌরসভা নির্বাচনে কলকাতার পৌর এলাকার একাধিক ওয়ার্ডে প্রার্থী বদলের সম্ভাবনা রয়েছে ।