পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suryakanta Mishra: সূর্যর ফেসবুক পেজে হানা, আইনি পথে সিপিএম - সূর্যর ফেসবুক পেজে হানা

আচমকাই রবিবার রাতে বিষয়টি নজরে আসতে উদ্যোগ নিতে শুরু করে সিপিএমের ডিজিটাল টিম। কে বা কারা পেজটি হ্যাক করেছে তা জানার চেষ্টা শুরু হয়েছে। ফেসবুক কর্তৃপক্ষের কাছেও অভিযোগ জানানো হয়েছে বলে খবর (The digital team of CPIM lodged a complaint with Facebook authority)।

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 31, 2022, 7:47 AM IST

কলকাতা, ৩১ অক্টোবর:হ্যাকারের হানায় সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্রর ভেরিফায়েড ফেসবুক পেস। তড়িঘড়ি ব্যবস্থা গ্রহণ করল দল। পুলিশের পাশাপাশি ফেসবুক কর্তৃপক্ষের কাছেও অভিযোগ জানানো হয়েছে। বদল করা হয়েছে প্রাক্তন রাজ্য় সম্পাদকের ভেরিফায়েড ফেসবুক পেজের ইউআরএলও। পাশপাশি কী ধরনের আইনি পদক্ষেপ নেওয়া যায় তাও খতিয়ে দেখছে আলিমুদ্দিন (The digital team of CPIM lodged a complaint with Facebook authority) ।

আচমকাই রবিবার রাতে বিষয়টি নজরে আসতে উদ্যোগ নিতে শুরু করে সিপিএমের ডিজিটাল টিম। কে বা কারা পেজটি হ্যাক করেছে তা জানার চেষ্টা শুরু করেছে। ফেসবুক কর্তৃপক্ষের কাছেও অভিযোগ জানানো হয়েছে। এ বিষয়ে আপাতত সূর্যর অনুগামীদের বিচলিত না হতেও আনুরোধ করেছে সিপিএম।

আরও পড়ুন:'সঙ্গে থাকুন, খারাপ সময় এলেও দিদি পাশে থাকবে', অভয়বার্তা মমতার

গোটা ঘটনাটি নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে তথ্য তুলে ধরেছে সিপিএম। তাতে লেখা হয়েছে, "CPI(M) পলিটব্যুরো সদস্য কমরেড সূর্যকান্ত মিশ্রর ভেরিফায়েড ফেসবুক পেজটি হ্যাক করা হয়েছে। ইতিমধ্যে ফেসবুক কর্তৃপক্ষকে অভিযোগ জানানো হয়েছে। খুব শীঘ্র এই বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে। সকলকে অনুরোধ করা হচ্ছে বিচলিত না হয়ে ধৈর্য্য ধরতে। দ্রুত সমস্যার সমাধান হবে।"

ABOUT THE AUTHOR

...view details