কলকাতা, 27 জুন: টমেটো 100 টাকা কেজি, বেগুন 100 টাকা কেজি । হ্যাঁ ঠিকই শুনছেন, কলকাতার বাজারে এখন বাজারে সবজির এমনই চড়া দাম । প্রায় অধিকাংশ সবজি সেঞ্চুরি হাঁকাচ্ছে । এক সপ্তাহ আগেও যেখানে টম্যাটোর দাম ছিল প্রতি কেজি 50 টাকা, সেখানে এক লাফে দাম বেড়ে 100 টাকা ৷ অর্থাৎ, এক সপ্তাহের ব্যবধানে টম্যাটোর দাম বৃদ্ধি পেয়েছে 100 শতাংশ ৷
কিন্তু এই সময়কালে সবজির এমন দ্বিগুণেরও বেশি দাম থাকার কারণ ঠিক কী ? নিউ মার্কেটের সবজি বিক্রেতা জয়দেব প্রামাণিকের কথায়, "বৃষ্টি বেশ খানিকটা দেরিতে এসেছে । তীব্র দাবদাহে নাজেহাল হচ্ছিলাম আমরা সকলে । ফলে যে সময়টা সবজি চাষের জন্য যেমন আবহাওয়া প্রয়োজন ছিল তেমনটা মেলেনি । যার ফলস্বরূপ ফলন ভালো হয়নি সবজির । তাই চাহিদার তুলনায় যোগান কম থাকায় এক ধাক্কায় বেশ খানিকটা দাম বৃদ্ধি পেয়েছে । আবার এলাকার খুচরো বাজারগুলোয় বহু জায়গাতে আর একটু বেশি দামের কারণ তাদের পাইকারি বাজার থেকে গাড়ি ভাড়া করে কিনে নিয়ে যাওয়ার বাড়তি খরচ ।"
এই মুহূর্তে বাজারে বড় বেগুন কেজি প্রতি 100 টাকা, ছোট বেগুন 80 টাকা, উচ্ছে 100 টাকা, ঢ্যাঁড়শ 80 থেকে 100 টাকা, পটল কোথাও 40 কোথাও বা 50 থেকে 60 টাকা কেজি । পেঁপে 50 থেকে 60 টাকা, কচু 60 টাকা, লাউ 60 টাকা, শশা 70 থেকে 80 টাকা কেজি । বিনস ও গাজর যথাক্রমে একটু বেশি দাম 110 টাকা, 60 টাকা প্রতি কেজি ।
ক্যাপসিকাম কেজি প্রতি 100 টাকা, ঝিঙে 80 থেকে 90 টাকা, মুলো 60 থেকে 70 টাকা, টমেটো 90 থেকে 100 টাকা, বাঁধাকপি 40 টাকা, বরবটি 80 টাকা, কুমড়ো প্রতি কেজি 25 থেকে 30 টাকা ৷