কলকাতা, 16 অক্টোবর:পুজোর শুরু হওয়ার আগেই বিদ্যুৎগতিতে বাড়ছে সবজির দাম । বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির জেরে প্রচুর ফসল নষ্ট হয়েছে । বিশেষ করে ক্ষতির মুখে পড়েছে সবজি চাষ। তাই পুজোর বাজারে ঠিক যতটা দাম বাড়ার আশঙ্কা ছিল তার থেকে কয়েক গুণ বেশি বেড়েছে । ফলে চলতি সপ্তাহে বাজারে গিয়ে রীতিমতো হাত পুড়ছে আমজনতার ।
মাসখানেক আগে সবজির দাম স্বাভাবিক হয়েছিল। তবে বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি হতেই আচমকা সবজির দাম বাড়তে শুরু করে। পাইকারি থেকে খুচরো-সবর্ত্রই দাম বাড়তে থাকে। তবে পুজোর সপ্তাহ পড়তে না পড়তেই তা আকাশ ছুঁয়েছে। পটল আগে ছিল 30-40 টাকা। বাড়তে বাড়তে এখন তা 60-70 টাকায় এসে ঠেকেছে। আগামি কয়েকদিনে দাম আরও 20 থেকে 30 টাকা বাড়তে পারে বলে মত বিক্রেতাদের । কলকাতার উত্তর ও দক্ষিণের বিভিন্ন বাজারে এখন ঢ্যাঁড়শ বিক্রি হচ্ছে 60-70 টাকা প্রতি কেজিতে। আরও 30 টাকা বাড়ার আশঙ্কা রয়েছে ।
উচ্ছে এখনই 100 টাকা প্রতি কেজি । পেঁপে 30-40 টাকা কেজি । গাজর 60-80 টাকা প্রতি কেজি । বিনস 130-150 টাকা কেজি । ক্যাপসিকাম 200 টাকা কেজি । এরপর আরও 30-50 টাকা বাড়তে পারে । বেগুন কেজি প্রতি 80-100 টাকা । বিট 70-90 টাকা কেজি । কাঁকরোল 70-80 টাকা করে কেজি । ছোট ফুলকপি 30-40 টাকা এক একটি । আর বড় ফুলকপি 50 টাকা । লাউ 30-40 টাকা এক একটি । তাও বাড়তে পারে 10-20 টাকা । কচু 50-60 টাকা কেজি । একমাত্র কচুর দাম খুব একটা ওঠা নাম করেনি । বাঁধাকপি কেজি প্রতি 40-50 টাকা । ঝিঙে এখন বেড়ে হয়েছে 60-70 টাকা । আরও 15 থেকে 20 টাকা পর্যন্ত বাড়ার আশঙ্কা আছে । টমেটো এখন 40 টাকা কেজি । যদিও 10-20 টাকা আরও বাড়াতে পারে । কাঁচা লঙ্কা 150-200 টাকা । সেটা 40-50 টাকা আরও বাড়তে পারে । আদা, রসুন দাম কমার লক্ষণ নেই । আদা প্রতি কেজি 280-300 টাকা । রসুন কেজি প্রতি 180-200 টাকা । পেঁয়াজ 40-50 টাকা কেজি দরে বিকোলেও কয়েকদিনের মধ্যেই তা 10-20 টাকা দাম বাড়তে পারে ।